Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

জীবন খাতার প্রতি পাতায় লিরিক্স | Jibon Khatar Proti Patay Lyrics | গৌরীপ্রসন্ন মজুমদার | Gauriprasanna Mazumder

শিরোনামঃ জীবন খাতার প্রতি পাতায় লিরিক্স : পুরস্কার ও সম্মাননা মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ২০১২ সালে “মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” জানানো হয়।

জীবন খাতার প্রতি পাতায় লিরিক্স | Jibon Khatar Proti Patay Lyrics | গৌরীপ্রসন্ন মজুমদার | Gauriprasanna Mazumder

কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার [ Gauriprasanna Mazumder ]

গায়ক : শ্যামল মিত্র [ Shyamal Mitra ]

ছবির নামঃ দেয়া নেয়া [ Deya Neya ]

 

গৌরীপ্রসন্ন মজুমদার

জীবন খাতার প্রতি পাতায় লিরিক্স

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা।
লুকোচুরির এই যে খেলায়
প্রানের যত দেওয়া নেওয়া,
পূর্ণ হবেনা ..
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা।।
কন্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে,
চোখে দেখে এতো করেও
চেনোনিতো কভু তারে,
অবহেলা সহেও তবু
আমায় তুমি নাওগো ডেকে,
সে তো কবেনা ..
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা।।
গৌরীপ্রসন্ন মজুমদার

 

যে আঁখি হয়না খুশি
আকাশ ভরা তারা দেখে,
সেই হাসে কাঁচের ঝাড়ে
মোমের বাতি জ্বেলে রেখে।
জানি আমি আমারে নয়
এ গান আমার ভালোবাসো,
নিজের ভুলে পথের ধুলায়
পরশ মানিক ফেলে আসো,
তোমার গানের ঐ ঠিকানায়
দেখেও আমায় তবু কি গো,
ডেকে লবেনা ..
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব নিকাশ,
কিছুই রবেনা ..
লুকোচুরির এই যে খেলায়
প্রানের যত দেওয়া নেওয়া
পূর্ণ হবেনা ..
গৌরীপ্রসন্ন মজুমদার

 

Jibon Khatar Proti Patay Song Lyrics

Jibon Khatar Proti Patay
Jotoi lekho hisab-nikash
Kichui robe na
Lukochurir ei je khelay
Praner joto deya-neya
Purno hobe na
Kontho vora e gan shune
Chute tumi ele dware
Chokhe dekhe eto koreo
Chenoni to kovu taare
Obohela sohe-o tobu
Amay tumi nao go deke
Se to kobe na
Je aankhi hoy na khushi
Akash vora tara dekhe
Sei haasi kacher jhare
Momer bati jwele rekhe
Jani ami amare noy
E gaan amar valobashuo
Nijer vule pother dhulay
Porosh manik fele asho
গৌরীপ্রসন্ন মজুমদার

 

গৌরীপ্রসন্ন মজুমদার ( ৫ ডিসেম্বর ১৯২৫ – ২০ অগাস্ট ১৯৮৬) বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতকে যাঁরা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের একজন। গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দচয়নে। মান্না দের গাওয়া তার লেখা ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছে।

গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ সালে ৫ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাচ্চু’ ছিল তার ডাক নাম। তার বাবা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ। গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ খ্রিষ্টাব্দের ৫ই ডিসেম্বর জন্মগ্রহণ এবং ১৯৮৬ সালের ২০ আগস্ট কলকাতায় মৃত্যু বরণ করেন।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ২০১২ সালে “মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” জানানো হয়।

 

আরও দেখুনঃ
Exit mobile version