Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

জীবন খাতা লিরিক্স [ Jibon Khata Lyrics ] । বীথি চৌধুরী । Bithy Chowdhury

জীবন খাতা লিরিক্স [ Jibon Khata Lyrics ]

বীথি চৌধুরী । Bithy Chowdhury

জীবন খাতা লিরিক্স [ Jibon Khata Lyrics ] । বীথি চৌধুরী । Bithy Chowdhury

জীবন খাতা লিরিক্স
জীবন খাতায়
প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া,
জীবন খাতায়
প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া। (২বার)
জড়াইয়া মায়ারও ডুরে
বান্ধিয়া পিরিতে মোরে
খেলাইও না হৃদয়টা রে লইয়া,
জড়াইয়া মায়ারও ডুরে
বান্ধিয়া পিরিতে মোরে
খেলাইও না হৃদয়টা রে লইয়া,
হাতে ধইরা ছাইড়ো না হাত
সামনে আগাইয়া,
হাতে ধইরা ছাইড়ো না হাত
সামনে আগাইয়া,
হাতে ধইরা ছাইড়ো না হাত
সামনে আগাইয়া।
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া।
মিছা সুখে না হাসাইও
দুঃখ দিয়া বুক ভাসাইও
যাইওনা গো মনভোলা’রে থইয়া,
মিছা সুখে না হাসাইও
দুঃখ দিয়া বুক ভাসাইও
যাইওনা গো মনভোলা’রে থইয়া,
বেহায়া রে লাত্থি মাইরা
দিস না ভাগাইয়া,
বেহায়া রে লাত্থি মাইরা
দিস না ভাগাইয়া,
বেহায়া রে লাত্থি মাইরা
দিস না ভাগাইয়া।
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া।
কত ধনী গুণী মানী
করতে পারো পাগলিনী
মরছি তুমার প্রেমের পাগল হইয়া,
কত ধনী গুণী মানী
করতে পারো পাগলিনী
মরছি তুমার প্রেমের পাগল হইয়া,
প্রেমভাবে পাগল হাসানের
ভাব জাগাইয়া,
প্রেমভাবে পাগল হাসানের
ভাব জাগাইয়া,
প্রেমভাবে পাগল হাসানের
ভাব জাগাইয়া।
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া।
জীবন খাতায়
প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু
মায়া লাগাইয়া।
Jibon Khata Lyrics
 
jibon khatay
prem kolonke dage dagayya
charia jayyona re bondhu
maya lagayya.
jorayya mayaro dure
priti bandhia more
khelayyo na hridoytare loyya
hate dhoyra chayrona hatt
samne agayya.
charia jayyona re bondhu
maya lagayya.

https://youtu.be/LPjA99e2_oU

আরও দেখুনঃ
জীবন মানেই তো যন্ত্রনা লিরিক্স | jibon manei to jontrona lyrics | সালাম সরকার | সম্রাট মিজান
Exit mobile version