জীবন মানেই তো যন্ত্রণা [ jibon manei to jontrona ]

জীবন মানেই তো যন্ত্রণা
মশিউর রহমান রিংকু

“জীবন মানেই তো যন্ত্রণা” গানটি গেয়েছেন বাংলাদেশ এর সংগীতশিল্পী রিংকু । গানটি লিখেছেন সালাম সরকার । 

জীবন মানেই তো যন্ত্রণা [ jibon manei to jontrona ]

গীতিকারঃ সালাম সরকার 

কন্ঠশিল্পীঃ রিংকু

জীবন মানেই তো যন্ত্রণা [ jibon manei to jontrona ]

জীবন মানে তো যন্ত্রনা

বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x2)

পাঠালেন যে নিয়তি

তার কাছে এই মিনতি

পাঠালেন যে নিয়তি

তার কাছে এই মিনতি

এই জীবন আর আমি চাই না..

জীবন মানে তো যন্ত্রনা

বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x2)

একটি জীবন করেঅন্যটির আশা

এরই নাম দিয়েছে মানুষ,

প্রেম ভালোবাসা (x2)

মনের আশা মনে রইলো

মনের আশা মনে রইলো

কেউ তো জানে না..

জীবন মানে তো যন্ত্রনা

বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x২)

জীবনে আসে কতভালো আর মন্দ

জীবনে আসে কত দ্বিধা আর দ্বন্দ্ব (x২)

জীবনে আসে কত দুঃখ বেদনা..

জীবন মানে তো যন্ত্রনা

বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x২)

জীবনটা রে দিতে গিয়েপ্রেমেরই মালা

বিনিময়ে পেয়েছি গো বুক ভরা জ্বালা (x২)

কয় সালামে তিলে তিলে আর মারিও না..

জীবন মানে তো যন্ত্রনা

বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x২)

পাঠালেন যে নিয়তি

তার কাছে এই মিনতি

পাঠালেন যে নিয়তি

তার কাছে এই মিনতি

এই জীবন আর আমি চাই না..

জীবন মানে তো যন্ত্রনা

বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x২)

মশিউর রহমান রিংকুঃ

জীবন মানেই তো যন্ত্রণা
মশিউর রহমান রিংকু
জীবন মানেই তো যন্ত্রণা গানের গায়ক রিংকুর সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক পথচলা ২০০৫ থেকে। প্রথমবারের মতো আয়োজিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার সেরা দশে ছিলেন তখন। এরপর থেকে নানাজন নানা দিকে গেলেও রিংকু লেগে আছেন লালন, লোকগান নিয়ে।এ পর্যন্ত অ্যালবাম করেছেন সাতটি। সর্বশেষ জগৎবন্ধুতে গেয়েছেন বেশ কয়েকটি অপরিচিত গান। ভবা পাগলা, জালালুদ্দীন খাঁ, উকিল মুন্সীর গান জোগাড় করতে ছুটে বেড়িয়েছেন দেশের বিভিন্ন স্থানে। এখন কাজ চলছে দূরবিন শাহর রচনাসমগ্র নিয়ে। রিংকুর ইচ্ছা, দূরবিন শাহর গান ভাওয়াইয়া শিল্পী অথবা লালনশিল্পী দিয়ে গাওয়ানোর।

পর মানুষে দুঃখ দিলে গাওয়া রিংকুর প্রথম একক অ্যালবাম ‘জগৎ বন্ধু’। রিংকুর প্রথম রবীন্দ্রসংগীত অ্যালবাম এর নাম ‘বাউল বেশে রবিঠাকুর’। এটি তাঁর অষ্টম একক অ্যালবাম।

ব্যান্ডদল গড়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। তাঁর ব্যান্ডদলটির নাম ‘আদি’। লোকসংগীতকে মানুষের আরও অনেক কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য ব্যান্ডটি গড়েছেন রিংকু।

আরও দেখুনঃ 

Leave a Comment