![জীবন মানেই তো যন্ত্রণা [ jibon manei to jontrona ] 1 জীবন মানেই তো যন্ত্রণা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_200,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/52.-Shadhinata-5-By-Mostafiz-Karigar-15-52-1045-300x450-1-200x300.jpg)
“জীবন মানেই তো যন্ত্রণা” গানটি গেয়েছেন বাংলাদেশ এর সংগীতশিল্পী রিংকু । গানটি লিখেছেন সালাম সরকার ।
জীবন মানেই তো যন্ত্রণা [ jibon manei to jontrona ]
গীতিকারঃ সালাম সরকার
কন্ঠশিল্পীঃ রিংকু
জীবন মানেই তো যন্ত্রণা [ jibon manei to jontrona ]
জীবন মানে তো যন্ত্রনা
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x2)
পাঠালেন যে নিয়তি
তার কাছে এই মিনতি
পাঠালেন যে নিয়তি
তার কাছে এই মিনতি
এই জীবন আর আমি চাই না..
জীবন মানে তো যন্ত্রনা
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x2)
একটি জীবন করে, অন্যটির আশা
এরই নাম দিয়েছে মানুষ,
প্রেম ভালোবাসা (x2)
মনের আশা মনে রইলো
মনের আশা মনে রইলো
কেউ তো জানে না..
জীবন মানে তো যন্ত্রনা
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x২)
জীবনে আসে কত, ভালো আর মন্দ
জীবনে আসে কত দ্বিধা আর দ্বন্দ্ব (x২)
জীবনে আসে কত দুঃখ বেদনা..
জীবন মানে তো যন্ত্রনা
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x২)
জীবন–টা রে দিতে গিয়ে, প্রেমেরই মালা
বিনিময়ে পেয়েছি গো বুক ভরা জ্বালা (x২)
কয় সালামে তিলে তিলে আর মারিও না..
জীবন মানে তো যন্ত্রনা
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x২)
পাঠালেন যে নিয়তি
তার কাছে এই মিনতি
পাঠালেন যে নিয়তি
তার কাছে এই মিনতি
এই জীবন আর আমি চাই না..
জীবন মানে তো যন্ত্রনা
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না (x২)
মশিউর রহমান রিংকুঃ
![জীবন মানেই তো যন্ত্রণা [ jibon manei to jontrona ] 2 জীবন মানেই তো যন্ত্রণা](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_217,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/73c160d8f6018798046ef26785ecd1d0-singer-folk-217x300.jpg)
পর মানুষে দুঃখ দিলে গাওয়া রিংকুর প্রথম একক অ্যালবাম ‘জগৎ বন্ধু’। রিংকুর প্রথম রবীন্দ্রসংগীত অ্যালবাম এর নাম ‘বাউল বেশে রবিঠাকুর’। এটি তাঁর অষ্টম একক অ্যালবাম।
ব্যান্ডদল গড়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। তাঁর ব্যান্ডদলটির নাম ‘আদি’। লোকসংগীতকে মানুষের আরও অনেক কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য ব্যান্ডটি গড়েছেন রিংকু।
আরও দেখুনঃ