Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

জোছনা করেছে আড়ি [ Jochona koreche ari ]

জোছনা করেছে আড়ি [ Jochona koreche ari ]

জোছনা করেছে আড়ি [ Jochona koreche ari ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভার: ফেরদৌসি মৌমিতা [ Ferdousi Moumita ]
গীটার : শাফাত শামস
বেজ গীটার : ডি এ রেইন
কাহোন : তানভীর হাসনাত তুফান

 

 

জোছনা করেছে আড়ি

জোছনা করেছে আড়ি
আসেনা আমার বাড়ি (x2)
গলি দিয়ে চলে যায়,
গলি দিয়ে চলে যায়
জোছনা -করেছে আড়ি,
আসেনা আমার বাড়ি।

জোছনা করেছে আড়ি
আসেনা আমার বাড়ি (x2)
গোলি দিয়ে চলে যায়,
গোলি দিয়ে চলে যায়
লুটিয়ে রুপোলি শাড়ী
জোছনা -করেছে আড়ি,
আসেনা আমার বাড়ি।

চেয়ে চেয়ে পথ তারি,
চেয়ে চেয়ে পথ তারি
হিয়া মোর হয় ভারী
রূপের মধুর মোহ,
রূপের মধুর মোহ
বলো না কি করে ছাড়ি
জোছনা -করেছে আড়ি
আসেনা আমার বাড়ি
গলি দিয়ে চলে যায়,
গলি দিয়ে চলে যায়
জোছনা করেছে আড়ি,
আসেনা আমার বাড়ি..

 

Jochona koreche ari

Jochona Koreche Ari
Ashe Na Amar bari
Jochhona Korechhe Aari
Ashe Na Amar bari
Goli diye chole jay..
Goli diye chole jaay..
Lutiye rupoli shaari
Joshna Koreche Ari
Ase Na Amar bari
Cheye cheye potho taari
Hiya mor hoy bhari..
Ruper modhuro mohuya
Bolo na ki kore chaari

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বেগম আখতার :

আখতারি বাঈ ফৈজাবাদি বা বেগম আখতার (৭ অক্টোবর ১৯১৪ – ৩০ অক্টোবর ১৯৭৪) একজন স্বনামধন্য ভারতীয় গায়িকা ছিলেন যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের গজল, দাদরা ও ঠুমরি গোত্রের গান গাইতেন।

উনি গানের জন্য সঙ্গীত নাটক অকাদেমী পুরস্কার ও ভারত সরকার থেকে পদ্মশ্রী ও পদ্মভূষণ (মরণোত্তর) সন্মানে পুরস্কৃত হয়েছেন। তিনি মালেকা-ই-গজল (গজল রানী) উপাধিতে ভূষিত হন।

 

জোছনা করেছে আড়ি [ Jochona koreche ari ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Exit mobile version