ঝর্ণা দাশ পুরকায়স্থ হলেন একজন বাংলাদেশী শিশুসাহিত্য লেখক ও গীতিকার। শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২২ সালে একুশে পদক লাভ করেন।
প্রারম্ভিক জীবন
ঝর্ণা দাশ ১৯৪৫ সালের ২৭শে জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) সিলেট জেলার দরিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় গ্রামে। শিশু সাহিত্যাঙ্গনে ঝর্ণা দাশ পুরকায়স্থ পাঠক নন্দিত একটি নাম। বয়সকে বেমালুম ভুলে লিখতে পারেন শৈশবে-কৈশোরে ফিরেগিয়ে অনায়াসে লিখতে পারেন ছোটদের কথা। জটিল বিষয়ও আকর্ষণীয় হয়ে উঠে তার নিপুণ লেখার গুণে ।
গ্রন্থাবলী
তার লেখা গ্রন্থাবলীর মধ্যে রয়েছে-
আগুনের ভোর,রং মাখা শার্ট, লালুর মুক্তিযুদ্ধ, জুঁই করবীর দিন, আকাশ পরীর গল্প, কাকাতুয়ার মন খারাপ, প্রথম বৃষ্টি, চিরকাল মাধবী, শীতের ভূত, বেহুলা, মেঘ জ্যোৎস্নায়৷ মুক্তিযুদ্ধ, কুসুমপুরের রাজকন্যা, ইভানের কাজলা দিদি, আমি দ্রৌপদী, আনন্দলোক, মেঘমহল, বন্দি দিন বন্দি রাত্রি, ডাব্বু দ্যা গ্রেট, ক্যাপুচিনো, দ্য ব্লু হাউস, ম্যাজিকের চারদিন, হিরন্ময় বৃষ্টি, ডালির মেম পুতুল, মেঘের কাছে ইতুর চিঠি, টুসি আমার টুসি, ম্যাজিশিয়ান ও মিঠুয়া, এসো ভালোবাসা, অন্যরকম ক্যারল, রিমঝিমের স্বপ্নবাড়ি, জীবনের আতর গোলাপ, ভূত ও টুনটুনের স্বপ্ন, মুশকিল আসান মামা, মেঘ জোছনায় টুপুর, ময়ূরকণ্ঠী রাত, টুলটুলের রঙ্গিন বেলুন, টক ঝাল মিষ্টি গল্প, মেঘের কাছে চিঠির ঝাঁপি, আমি সন্ধ্যার মেঘ, রাজু রোবট নয়, রুবাই এর মামার বাড়ী, তিতির ও ফুটফুটে মেঘ, মুক্তিযুদ্ধের অশ্রুত বাঁশি ইত্যাদি।
পুরস্কার ও সম্মাননা
- একুশে পদক
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
- বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার
- বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক
- আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশন স্বর্ণপদক
- কমর মুশতরী স্মৃতি পুরস্কার
- অনন্যা সাহিত্য পুরস্কার
- এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার
- অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার
- রিঅ্যাফ সাহিত্য পুরস্কার
- কবি সংসদ বাংলাদেশ পদক
- সাজেদুন্নেছা খাতুন চৌধুরী সাহিত্য পদক
- নন্দিনী সাহিত্য পুরস্কার
- ঢাকা সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী গোল্ড মেডেল
- রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার ইত্যাদি।
আরও দেখুনঃ