আমি টাকডুম টাকডুম বাজাই লিরিক্স | Ami Takdum Takdum Bajai Lyrics | শচীন দেব বর্মন

আমি টাকডুম টাকডুম বাজাই লিরিক্স. দেববর্মণ (১ অক্টোবর, ১৯০৬ – ৩১ অক্টোবর, ১৯৭৫) বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী । প্রায়শ তাকে এস ডি বর্মণ হিসেবেই উল্লেখ করা হয়। কিছুটা অনুনাসিক কণ্ঠস্বরের জন্য তিনি তার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত।

 

আমি টাকডুম টাকডুম বাজাই লিরিক্স | Ami Takdum Takdum Bajai Lyrics | শচীন দেব বর্মন

 

আমি টাকডুম টাকডুম বাজাই লিরিক্স | Ami Takdum Takdum Bajai Lyrics | শচীন দেব বর্মন

শিল্পীঃ শচীন দেব বর্মন

সুরকারঃ শচীন দেব বর্মন

গীতিকারঃ মীরা দেব বর্মন

আমি টাকডুম টাকডুম বাজাই লিরিক্স

 

তাকডুম তাকডুম বাজাই
আমি তাকডুম তাকডুম বাজাই
বাংলাদেশের ঢোল
সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল

বাংলা জনম দিলা আমারে ।।
তোমার পরান আমার পরান
এক নাড়িতে বাঁধা রে
মা-পুতের এ বাঁধন ছেড়ার
সাধ্য কারো নাই
সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল

মা তোমার মাটির সুরে সুরেতে ।।
আমার জীবন জুড়াইলা মাগো
বাউল ভাটিয়ালিতে
পরান খুইলা মেঘনা তিতাস
পদ্মারই গান গাই
সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল

বাজে ঢোল নরম গরম তালেতে
বিসর্জনের ব্যাথা ভোলায়
আগমনের সুরেতে
বাংলাদেশের ঢোলের বোলে
ছন্দ পতন নাই
সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল

 

YaifwwriN4BzRFCyqbslL4 আমি টাকডুম টাকডুম বাজাই লিরিক্স | Ami Takdum Takdum Bajai Lyrics | শচীন দেব বর্মন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

তার জন্ম কুমিল্লায়৷ তবে আদিবাস বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যে৷ তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন। তৎকালীন ত্রিপুরার অন্তর্গত কুমিল্লার রাজপরিবারের নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম। মা মণিপুর রাজবংশের মেয়ে নিরুপমা দেবী। ত্রিপুরার আগরতলায় কুমার বোর্ডিং স্কুলে শচীন দেবের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়। ত্রিপুরার রাজপরিবারের সন্তানদের এবং তথাকথিত ধনী ঘরের সন্তানদের পড়াশোনার জন্যেই এই স্কুলটি বিশেষভাবে তৈরি হয়েছিল।

 

Ami Takdum Takdum Bajai Lyrics In English

Takdum takdum bajay
Ami Takdum takdum bajay
Bangladeshir dhol
Sob vula jay
Tao vule na bangla mayar kol
Bangla janom Dilo amari
Tomar poran amar poran
Ak narita badha ra
Ma-putar a badhon charer
Saddho karo nay
Sob vula jay
Tao vule na bangla mayar kol
Ma tomar mater sura surata
Amar jibon guraila mago
Baul vatialita
Poran khyla magna titas
Podderi gan gay
Sob vula jay
Tao vule na bangla mayar kol
Baja dhol narom gorom talita
Bisorjonar batha volai
agomoer surata
Bangladesher dholer bola
Chando poton nai
Sob vula jay
Tao vule na bangla mayar kol
আমি টাকডুম টাকডুম বাজাই লিরিক্স | Ami Takdum Takdum Bajai Lyrics | শচীন দেব বর্মন
বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণ ছিলেন একজন সেতারবাদক এবং ধ্রূপদী সঙ্গীতশিল্পী। তিনিই ছিলেন শচীন দেববর্মণের প্রথম শিক্ষক। ১৯২৫ খ্রিস্টাব্দে হতে ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি সঙ্গীতাচার্য কৃন্দ্র দেরষ্ণচ কাছে সঙ্গীতচর্চা করেন। এরপর তার সঙ্গীত শিক্ষা চলে উস্তাদ বাদল খান এবং বিশ্বদেব চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে। ধ্রূপদী সঙ্গীতের এই শিক্ষা তার মধ্যে সঙ্গীতের মৌলিক জ্ঞান সঞ্চারে গভীর ভূমিকা পালন করে। এই শিক্ষা তার পরবর্তী জীবনের সুর-সাধনায় প্রভাব বিস্তার করেছিল। পরবর্তীতে তিনি উস্তাদ আফতাবউদ্দিন খানের শিষ্যত্ব গ্রহণ করেন।
আমি টাকডুম টাকডুম বাজাই লিরিক্স | Ami Takdum Takdum Bajai Lyrics | শচীন দেব বর্মন
শহরের চর্থা এলাকার শচীন দেববর্মনের বাড়ির উল্টো দিকে অবস্থিত মুন্সি বাড়ির ইতিহাস থেকে জানা যায়, বাড়ির জমিদার সালাহউদ্দিন আহম্মেদ প্রকাশ মর্তুজ মিয়ার বন্ধু ছিলেন শচীন দেববর্মণ। মর্তুজ মিয়ার পরিবারিক ইতিহাস থেকে শচীন দেবের গায়ক হওয়ার পিছনের চমকপ্রদ তথ্য জানা যায়। জানা যায়, কৈশোরে একদিন শচীন দেববর্মণ ও মর্তুজ মিয়া যখন মুন্সি বাড়ির সামনের রাস্তায় রাতের বেলায় পায়চারী করছিলেন তখন শচীন দেব গুণগুন করে গান গাইছিলেন। এ সময় বাড়ির সামনে বসা জমিদার নাবালক মিয়া বাড়ির চাকর সফর আলীকে রাস্তায় গান গাওয়া ছেলেটাকে ডেকে আনতে বললেন।
আরও দেখুন ঃ

Leave a Comment