Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ডানা কাটা পরী লিরিক্স | Dana Kata Pori Lyrics | Rokto | Kanika Kapoor

ডানা কাটা পরী লিরিক্স,

গানটি রক্ত ছবির গান। গানটি তে কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর ।

 

ডানা কাটা পরী লিরিক্স | Dana Kata Pori Lyrics | rokto | kanika kapoor

 

ডানা কাটা পরী লিরিক্স

 

স্টেটাস আমার সিঙ্গেল দেখে,
প্রেমের ছড়াছড়ি ।
হায়রে কী যে করি,
হায়রে কী যে করি,
আমি ডানাকাটা পরী
আমি ডানাকাটা পরী…

সেল্ফি নিতে চাইরে সবাই,
লাগায় হুড়োহুড়ি ।
হায়রে কী যে করি,
হায়রে কী যে করি,
আমি ডানাকাটা পরী
আমি ডানাকাটা পরী…

গুনগুন গুনগুন করে যে ভ্রমর,
আমার আশেপাশে ।
সামলে রাখি মনের গার্ডেন,
ভরা ফাগুন মাসে ।

আরে নারে নারে না,
কেউ পিছু ছাড়ে না,
আমি কোন গলি যে ধরি!!

কাকে আমি ইয়েস বলি যে,
হায়, কাকে আমি ইয়েস বলি যে,
কাকে বলি সরি!!
হায়রে কী যে করি,
হায়রে কী যে করি,
আমি ডানাকাটা পরী
আমি ডানাকাটা পরী…

সাইনিং সাইনিং লুকটা আমার,
সবার নজর কাড়ে ।
টুকুর টুকুর চোখ ঘুরিয়ে,
আমায় ফলো করে ।

আরে নারে নারে না,
কেউ পিছু ছাড়ে না,
আমি কোন গলি যে ধরি!!

সুজন আমার আসবে কবে,
হায়, সুজন আমার আসবে কবে,
যাকে খুঁজে মরি!!
হায়রে কী যে করি,
হায়রে কী যে করি,
আমি ডানাকাটা পরী
আমি ডানাকাটা পরী…

 

dana kata pori lyrics in english

 

Status amar single dekhe,
Premer chhora chhori.
Haay re, ki je kori.
Haay re ki je kori.
Ami dana kata pori.
Ami dana kata pori…

Selfie nitey chai re sobai,
Lagai huro huri.

Haay re, ki je kori.
Haay re ki je kori.
Ami dana kata pori.
Ami dana kata pori…

 

রক্ত:

রক্ত “জাজ মাল্টিমিডিয়া” প্রযোজিত ওয়াজেদ আলী সুমন পরিচালিত পরীমনি অভিনীত চলচ্চিত্র যা ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পায়।[১] এই চলচ্চিত্রে অভিনয় করেন নবাগত জিয়াউল রোশান, পরীমনি, অমিত হাসান সহ আরোও অনেকে। রক্ত চলচ্চিত্রটি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ২৪ তম চলচ্চিত্র।

 

কনিকা কাপুর:

কনিকা কাপুর (জন্ম: ২৩ মার্চ ১৯৭৮; লক্ষ্ণৌ)[১] একজন ভারতীয় নেপথ্য গায়িকা যিনি প্রধানত বলিউড চলচ্চিত্রে গান করে থাকেন। তার প্রথম গান জুগনি জি (২০১২) সালে মিউজিক ভিডিওসহ মুক্তি দেওয়া হয়েছিল; যেটি ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে নিয়েছিল।

২০১৪ সালে তিনি রাগিনি এমএমএস ২ চলচ্চিত্রের বেবী ডল গানের মাধ্যমে বলিউডে নেপথ্য কষ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। গানটি মুক্তির পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনার স্বীকার হলেও গানটি টপচার্টের শীর্ষস্থান দখল করে নেয়। কাপুর তার স্বাতন্ত্রসূচক শৈলী কণ্ঠের সুবাদে সমালোচকদের প্রশংসা লাভ করেন এবং বিভিন্ন পুরস্কার লাভ করেন। যার মধ্যে অন্যতম হল ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নারী নেপথ্য শিল্পী।

কনিকার অন্যান্য শীর্ষ এবং সফল গানগুলি হল: হ্যাপি নিউ ইয়ার (২০১৪) চলচ্চিত্র থেকে “লাভলী” অ্যান্ড “কামলি”, রয় (২০১৫) চলচ্চিত্রের “চিটিয়া কালাইয়া”, এক পেহেলী লীলা (২০১৫) চলচ্চিত্রের “দেশী লূক”, অল ইজ ওয়েল (২০১৫) এর “নাচান ফারাটে”, কিচ কিসকো প্যায়ার কারো (২০১৫) এর “জুগনি পিকে টাইট হ্যায়”, ম্যায় অর চার্লস (২০১৫)” এর জাব চাহে মেরে জাদু, হেট স্টোরি ৩ (২০১৫) চলচ্চিত্রের “নিন্দে খুল জাতি হ্যায়” এবং দিলওয়ালে (২০১৫) চলচ্চিত্রের “প্রেমিকা” উল্লেখযোগ্য।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version