Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ডিজে রাহাত । বাংলাদেশী ডিজে

ডিজে রাহাত । বাংলাদেশী ডিজে

রাহাত হায়াত, মঞ্চে তিনি ডিজে রাহাত নামে পরিচিত, এবং একজন বাংলাদেশী ডিজে । তিনি বাংলাদেশে ডিজেদের জন্য একটি স্কুল খুলেছেন।

সংগীতে আগমন

রাহাত ২০০৪ সালে তার সংগীত কর্মজীবন শুরু এবং তিনি যখন ঢাকায় ফ্যান্টাসী কিংডম এর নিয়মিত ডিজে হিসেবে কাজ করেন তখনই মিডিয়ার নজরে আসেন।ডিজে হিসেবে রাহাতের পথচলা শুরু এখন থেকে প্রায় ১৫ বছরের বেশি সময়। এখন পর্যন্ত রাহাতের ফিচারিংয়ে প্রকাশ পেয়েছে ৮টি একক ও বেশ কিছু মিক্সড অ্যালবাম।

কর্মজীবন

তিনি সারা বাংলাদেশ জুড়ে অনুষ্ঠান করেছেন। ২০০৭ সালে ন্যান্সির গাওয়া বন্ধু গানে বৈশিষ্টায়িত হয়েছিলেন। ২০০৯ সালের মার্চে সংগীত শিল্পী জুলিকে সংগে নিয়ে প্রকাশ করেন অভিমানের দেয়াল। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে এবং ২০১৪ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ অফিসিয়াল ডিজে হিসাবে কাজ করেন।

তিনি ৮টি অ্যালবাম প্রকাশ করেছেন, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত শিল্পী, পার্থ বারুয়া, দিলরুবা খান, কুমার বিশ্বজিত, ন্যান্সী, ঐশী, কোনাল, ফাহমিদা নবি, বাপ্পা মজুমদার, পান্থ কাণাই, আলিফ আলাউদ্দিন, মুহিন, বাউল শফি মন্ডল, শুভ ডি’রকস্টার, ওনিতা, লিটন, মুক্তা, লেমিস, নিশিতা বড়ুয়া, কণা, আপটাউন লোকালজ, বাংলা মেন্টালজ এবং অন্যান্য। তিনি ২০১৭ সালের জুনে প্রকাশ হওয়া তানজিব সারোয়ারের একক অ্যালবামের কাজ করেন।

ডিজে রাহাত ডিজের পাশাপাশি গান তৈরিতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন । শেখরের গান শিরোনামে ফোক গানের সিরিজ প্রকাশিত হচ্ছে নিয়মিত । ডিজে তথা ডিস্ক জকি ও গান তৈরির পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করেন ডিজে রাহাত।

দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে গিয়েও ডিজে হিসেবে কাজ করেছেন রাহাত। এরই মধ্যে গেছেন আমেরিকা, কানাডা, চীন, ভারত, নেপাল, ব্যাংকক সহ আরো অনেক গুলো দেশের শোতে ।

উল্লেখযোগ্য গান

এগুলোর মধ্যে জনপ্রিয় ও উল্লেখযোগ্য গানগুলো হলো পারভেজ এর সাথে ফোক ম্যাসাপ, দিলরুবা খান এর সাথে পাগল মন, অবনতি সিঁথি এর সাথে সোনা বন্ধুরে, বাউল সোফি মন্ডল এর সাথে কেনার হাট বাজার, ন্যান্সি এর সাথে বন্ধু, কণা এর সাথে চাঁদের কণা প্রমুখ।

আরও দেখুনঃ

Exit mobile version