ডিপ্রেশন লিরিক্স [ Depression lyrics ] | Tazul islam | Samz Vai
বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত।
বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী। বাংলা আধুনিক গানের ধারাটিও যথেষ্ট সমৃদ্ধ।
এই ধারায় উল্লেখযোগ্য গায়ক-গায়িকারা হলেন: হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, রাহুল দেব বর্মন, শচীন দেব বর্মন, গীতা দত্ত, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, কানন দেবী, সুধীরলাল চক্রবর্তী, জগন্ময় মিত্র, দিলীপকুমার রায়, আঙুরবালা, ইন্দুবালা, উৎপলা সেন, সুপ্রীতি ঘোষ, আলপনা বন্দ্যোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কুমার শানু, শান,ও শ্রেয়া ঘোষাল।
অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলায় বাউল নামে এক অধ্যাত্মবাদী চারণকবি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। মনে করা হয়, তান্ত্রিক কর্তাভজা সম্প্রদায় ও ইসলামি সুফি দর্শনের ব্যাপক প্রভাব পড়েছিল এঁদের গানে। বাউলরা তাদের চিরন্তন অন্তর্যামী সত্ত্বা মনের মানুষ-এর ঘুরে ঘুরে গান গাইতেন এবং ধর্মে ধর্মে অযৌক্তিক ভেদাভেদ ও আনুষ্ঠানিকতার কথা তুলে ধরতেন।
কুষ্টিয়ার লালন ফকিরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাউল মনে করা হয়। তিনি ঊনবিংশ শতাব্দীর ব্যক্তিত্ব ছিলেন। বাউল সঙ্গীতের আরও কয়েকজন বিশিষ্ট নাম হলেন মধ্যযুগের হাসন রাজা এবং আধুনিক যুগের বাউলসম্রাট শাহ আবদুল করিম ও বাউল-সম্রাট
ধনঞ্জয় ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য, মৃণালকান্তি ঘোষ, ভবানীচরণ দাস, রাধারাণী দেবী ও গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায় ভক্তিগীতিতে এবং আধুনিক বাংলা লোকসঙ্গীতে আব্বাসউদ্দীন আহমদ,নির্মলেন্দু চৌধুরী ও অমর পাল কয়েকটি অবিস্মরণীয় নাম।
ডিপ্রেশন লিরিক্স [ Depression lyrics ] | Tazul islam | Samz Vai
ডিপ্রেশন লিরিক্স বাংলা :
কালোয় ভরা এ আঁধারে
সেই তুমি নেই আমার
হয়েছে হাত বদল
ভেতর ঘরটা নেই ভালো
হয়েছে দেখো ধূসর কালো
নিকোটিন করেছে দখল
তুমি আজ আয়না দেখে
চোখেতে কাজল মেখে
মন রাখো কার মনে? ও
ভেবেছো কি একবারও
যে তোমার পাগল ছিল
রেখেছো তাকে ডিপ্রেশনে
রেখেছো তাকে ডিপ্রেশনে…!!!
কাটিয়েছি একা বসন্ত
পেরিয়েছে কত বসন্ত
এই আমি তুমি হীনা
তোমার জন্য আজও মনে
ভালোবাসা আছে জমা
আমার জন্য তোমার ঘৃণা
তুমি আজ আয়না দেখে
চোখেতে কাজল মেখে
মন রাখো কার মনে? ও
ভেবেছো কি একবারও
যে তোমার পাগল ছিল
রেখেছো তাকে ডিপ্রেশনে
রেখেছো তাকে ডিপ্রেশনে…!!!
Depression lyrics in english :
Kaloy Vora Ee Adhare
Sei Tumi Nei Amar
Hoyeche Hat Bodol
Vetor Ghorta Nei Valo
Hoyeche Ddekho Dhusor Kalo
Nikotin Koreche Dokhol
Tumi Aj Ayna Dekhe
Cokhete Kajol Mekhe
Mon Rakho Kar Mone? O
Vebecho Ki Ekbaro
Je Tomar Pagol Chilo
Rekhocho Take Depression-E
Rekhocho Take Depression-E…!!!
Katiyechi Eka Bosonto
Periyeche Koto Bosonto
Ei Ami Tumi Hina
Tomar Jonno Ajo Mone
Bhalobasha Ache Joma
Amar Jonno Tomar Ghrrina
Tumi Aj Ayna Dekhe
Cokhete Kajol Mekhe
Mon Rakho Kar Mone? O
Vebecho Ki Ekbaro
Je Tomar Pagol Chilo
Rekhocho Take Depression-E
Rekhocho Take Depression-E…!!!
আরও দেখুনঃ