Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ডুবে ডুবে ভালোবাসি গানের লিরিক্স | Dube Dube Valobashi Gaaner Lyrics | Tanjib Sarowar

ডুবে ডুবে ভালোবাসি গানের লিরিক্স | Dube Dube Valobashi Gaaner Lyrics | Tanjib Sarowar

 

Tanjib Sarowar

 

তানজীব সারোয়ার একজন বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার। ২০১১ সালে তার প্রথম একক অ্যালবাম অন্দরমহল প্রকাশ পায়।

তানজীব সারোয়ারের জন্ম বাংলাদেশের ঢাকায়। তিনি গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা ।

তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম অন্দরমহল প্রকাশ পায় ২০১১ সালে। ২০১৪ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম মেঘবরণ।

২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম হৃদমোহিনী, যেখানে পপ, রিদমঅ্যান্ডব্লুজ ও ফোক ফিউশন ধাঁচের মোট ছয়টি গান ব্যবহার করা হয়েছে, এছাড়াও একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

অ্যালবামটির সবগুলো গানের গীত-সুর করেছেন তানজীব সারোয়ার নিজে। গানগুলোর সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার, তানজীব সারোয়ার। এছাড়াও “মিথ্যা শিখাইলি”, “চলনায়”সহ অ্যালবামটির কয়েকটি গানের ভিডিও চিত্র ইউটিউবে প্রকাশ করা হয়।

২০১৭ সালের ১২ জুলাই গানচিল মিউজিকের ব্যানারে “এক শহর ভালোবাসা” শিরোনামের একটি গান প্রকাশ পায়। গানটির গীত লিখেছেন তিনি নিজে এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।

এটির গান ভিডিওতে অভিনয় করেছেন তিনি নিজে ও তার সঙ্গে অভিনয় করেছেন মৌসাম এবং পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

 

Song : Dube Dube
Vocal, Tune & Lyrics : Tanjib Sarowar
Music : Sajid Sarkar

 

ডুবে ডুবে ভালোবাসি গানের লিরিক্স | Dube Dube Valobashi Gaaner Lyrics | Tanjib Sarowar

 

 

তানজীব সারোয়ার

 

ডুবে ডুবে ভালোবাসি গানের লিরিক্স বাংলা :

তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালোবাসবো না
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?

দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,
আমি গোপনে ভালোবেসেছি,
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত।

দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরোনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়
শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি,
আমি গোপনে ভালোবেসেছি,
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে।
একবার এসে দেখো,
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত…

দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

 

তানজীব সারোয়ার

 

Dube Dube Valobashi Gaaner Lyrics in English :

Tumi na dakle asbo na
Kache na ese valobashbo na,
Durotto ki bhalobasa baraai
Naki chole jawaar bahana banaai

Durer akash nil theke laal
Golpote purono,
Dube dube valobashi
Tumi na basleo ami basi,
Dube dube valobashi
Tumi na basleo ami basi.

Etaki chele khela amar sopno nie
Chaile venge debe gore debe ecce hole,
Ami gopone valobesechi,
Bari fera pichiyechi
Tomay niye jabo bole,
Ekbar ese dekho,
Ese buke matha rekho
Bole debo chule rekhe haat.

Durer akash nil theke laal
Golpote purono,
Dube dube valobashi
Tumi na basleo ami basi,
Dube dube valobashi
Tumi na basleo ami basi.

Vor na hote hote tomakei dekhar ashay
Sesh chobite dekhi bare bare aha dekhi,
Ami gopone valobesechi,
Bari fera pichiyechi
Tomay niye jabo bole,
Ekbar ese dekho,
Ese buke matha rekho
Bole debo chule rekhe haat.

Durer akash nil theke laal
Golpote purono,
Dube dube valobashi
Tumi na basleo ami basi,
Dube dube valobashi
Tumi na basleo ami basi.

Dube dube valobashi
Tumi na basleo ami basi,
Dube dube valobashi
Tumi na basleo ami basi.

 

তানজীব সারোয়ার
আরও দেখুন :

 

Exit mobile version