Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

তন্ময় তানসেন । বাংলাদেশী গায়ক ও চলচ্চিত্র পরিচালক

তন্ময় তানসেন । বাংলাদেশী গায়ক ও চলচ্চিত্র পরিচালক

তন্ময় তানসেন একজন বাংলাদেশী গায়ক ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সঙ্গীত ব্যান্ড ভাইকিংসের সদস্য ।নিজস্ব সুর আর গায়কীর কারণে ভাইকিংস দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছিল। পরবর্তীতে ব্যান্ডের কার্যক্রম স্তিমিত হয়ে আসলে তন্ময় তানসেন নির্মানে মনযোগ দেন। ছোটপর্দায় নির্মানে হাত পাকিয়ে তিনি চলচ্চিত্র নির্মান শুরু করেন। পদ্ম পাতার জল তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।

প্রাথমিক জীবন

তন্ময় তানসেন একটি সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করলেও নিজে কখনো গানের জন্য আলাদা কোন বিশেষায়িত শিক্ষা পাননি। তাঁর মা এবং বোন দুজনেই প্রশিক্ষিত সঙ্গিত শিল্পী। তাঁদের র্কাছে থেকেই মূলত তিনি সঙ্গিত বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ করেন। তাঁর ৬ষ্ঠ শ্রেণির বন্ধু রিপ্পি এর কাছ থেকে তিনি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, যিনি এখন পৃথিবীতে নাই।

সঙ্গীত জীবন

১৯৯৭ সালে তন্ময় এবং তার অন্য সদস্যরা মিলে ৪ টা গান রেকর্ড করে এবং ভাইকিংস নামে প্রকাশ করে। এর পরে ২৩ বছর তিনি ভাইকিংস এর প্রতিষ্ঠাতা সদস্য এবং লিড ভোকালিস্ট হিসেবে কাজ করেছেন। ১৯৯৯ সালে তন্ময় তানসেন, সেতু, সায়মন, জনি ও বাবু মিলে গড়ে তোলেন ব্যান্ড ‘ভাইকিংস’।১৯৯৯ সালে সেরা ব্যান্ড হিসেবে বিজয়ী হয় ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায়।

কিছুদিন পর দলের কি-বোর্ডিস্ট বাবুর অনুপস্থিতিতে ব্যান্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন থেকে নাটক ও চলচ্চিত্র পরিচালনায় সক্রিয় ছিলেন তন্ময় তানসেন। ২০০০ সালে প্রকাশিত হয় তাঁদের প্রথম অ্যালবাম ‘জীবনের কোলাহল’। সর্বশেষ ২০০২ সালে আসে ‘দিন যতো দুঃখ ততো’। এরপর সবাই যাঁর যাঁর কাজে ব্যস্ত হয়ে পড়ায় ‘ভাইকিংস’ও থেমে যায়।

পরবর্তীতে আবারও ২০১৩ সালে রান আউট চলচ্চিত্র নির্মানের মধ্যে দিয়ে দুর্দান্তভাবে ফিরে আসে ভাইকিংস ।‘জীবনের কোলাহল’, ‘তুমি কথা দাও’, ‘চেনা পথ’, ‘দিন যত দুঃখ তত’, ‘ঘড়ির কাঁটা’, ‘ঈশ্বর তুমি সযতনে রেখো তাকে’সহ দলটির বেশ কিছু জনপ্রিয় গান ভক্তদের মুখে মুখে ফেরে।

কর্মজীবন

ভাইকিংসের কাজকর্ম কমে যাওয়ার পর তন্ময় নাট্যনির্মান শুরু করেন। তিনি বেশ কিছু একঘন্টার নাটক এবং গুলশান এভিনিউ, অগ্নিপথ প্রভৃতি শিরোনামের মেগাসিরিয়াল এবং টেলিফিল্ম নির্মান করেন। এছাড়া তিনি অনেক গান পরিচালনা করেছেন।

গান সমুহ

আরও দেখুনঃ

Exit mobile version