তবু দূর আকাশের লিরিক্স [ Tobu Dur Akasher Lyrics ] । রূপম ইসলাম । Rupam Islam

তবু দূর আকাশের লিরিক্স [ Tobu Dur Akasher Lyrics ]

রূপম ইসলাম । Rupam Islam

 

তবু দূর আকাশের লিরিক্স [ Tobu Dur Akasher Lyrics ] । রূপম ইসলাম । Rupam Islam

 

রূপম ইসলাম (জন্ম: ২৫ জানুয়ারি, ১৯৭৪) হলেন ভারতীয় বাঙালি গায়ক, সুরকার, গীতিকার ও লেখক। তিনি বিখ্যাত বাংলা রক্‌ ব্যান্ড ফসিল্স-এর প্রধান কন্ঠ শিল্পী।

 তিনি মূলত তাঁর সোলো অ্যালবাম এবং ফসিল্‌স-এর অ্যালবাম দ্বারা বিপুল খ্যাতি লাভ করেছেন। এছাড়াও তিনি বহু বাংলা ছবি-তে নেপথ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ করেছেন।

দুটো হিন্দি ছবি এবং একটি তেলুগু ছবিতে তিনি গান গেয়েছেন। বিভিন্ন বাংলা ধারাবাহিক, ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপনের জন্যেও তাঁকে গান গাইতে শোনা গেছে।

২০১০ সালে বাংলা ছবি মহানগর@কলকাতা-তে নেপথ্য গায়ক হিসেবে তিনি জাতীয় পুরস্কার লাভ করেছেন।

 

তবু দূর আকাশের লিরিক্স [ Tobu Dur Akasher Lyrics ] । রূপম ইসলাম । Rupam Islam

 

তবু দূর আকাশের লিরিক্স [ Tobu Dur Akasher Lyrics ] । রূপম ইসলাম । Rupam Islam

তবু দূর আকাশের লিরিক্স

তবু দূর আকাশের চাঁদ হাসে

তবু ফুল ফোটে তার সুবাসে

মনে হয়ে উচ্ছল পেতে চায়

তোমাকে শুধু তোমাকে ..

যৌবন আসে থাকে চলে যায়

কথা একটাই শুধু বলে যায়

ভালোবাসা সময় কে হারাবেই

পেলে তোমাকে শুধু তোমাকে ..

একদিন তুমি এসে ছিলে

একদিন ভালোবেসে ছিলে

ভালোবেসে ছিলে হেঁসে ছিলে

তারপরে কি হলো তা জানি না ..

পরদিন দেখি ভালোবাসা নেই

তোমার সে যাওয়া আর আসা নেই

তারপর থেকে শুধু স্বপনেই

দেখি তোমাকে বাস্তবে না (x2)

 

তবু দূর আকাশের লিরিক্স [ Tobu Dur Akasher Lyrics ] । রূপম ইসলাম । Rupam Islam

 

তবু দূর আকাশের চাঁদ হাসে

তবু ফুল ফোটে তার সুবাসে

মনে হয়ে উচ্ছল পেতে চায়

তোমাকে শুধু তোমাকে ..

যৌবন আসে থাকে চলে যায়

কথা একটাই শুধু বলে যায়

ভালোবাসা সময় কে হারাবেই

পেলে তোমাকে শুধু তোমাকে (x3)

 

Tobu Dur Akasher Lyrics

Tobu dur akasher chand haase
Tobu ful fotey tar subashe
Mon hoye uchchol pete chay
Tomake sudhu tomake..
Joubon ashe thake chole jay
Kotha ektai sudhu bole jay
Bhalobasha shomoy ke harabei
Pele tomake shudhu tomake..

 

তবু দূর আকাশের লিরিক্স [ Tobu Dur Akasher Lyrics ] । রূপম ইসলাম । Rupam Islam

 

Ekdin tumi eshe chile
Ekdin bhalobese chile
Bhalobese-chile hese-chile
Tarpore ta ki je holo jani na..
Por-din dekhi valobasha nei
Tomar se jawa aar asha nei
Tarpor theke sudhu swapnei
Dekhi tomake bastobe na..

 

তবু দূর আকাশের লিরিক্স [ Tobu Dur Akasher Lyrics ] । রূপম ইসলাম । Rupam Islam

আরও দেখুনঃ

তাকে বলে দিও লিরিক্স [ Take Bole Dio Lyrics ] । পিযুষ দাস । Pijush Das

 

 

 

Leave a Comment