তারে বলে দিও সে যেন আসেনা (1961) [ Tare bole dio se jeno ashena ] | দুই ভাই  | হেমন্ত মুখোপাধ্যায় 

তারে বলে দিও সে যেন আসেনা (1961) [ Tare bole dio se jeno ashena ] | দুই ভাই  | হেমন্ত মুখোপাধ্যায়

তারে বলে দিও সে যেন আসেনা (1961) [ Tare bole dio se jeno ashena ]
দুই ভাই ছবির পোষ্টার
তারে বলে দিয়ো” গানটি গেয়েছেন দুই ভাই বাংলা সিনেমার হেমন্ত মুখার্জি। এই চলচিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার, বিশ্বজিৎ চ্যাটার্জি, সাবিত্রী, সুলতা চৌধুরী প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার

তারে বলে দিও সে যেন আসেনা (1961) [ Tare bole dio se jeno ashena ] | দুই ভাই  | হেমন্ত মুখোপাধ্যায়

গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়

প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় 

তারে বলে দিও সে যেন আসেনা লিরিক্স :

তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে,
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।
ওই গুন গুন সুরে মন হাসে না,
ওই গুন গুন সুরে মন হাসে না
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।।

গা মা পা, মা গা রে,
কিরে থামলি কেন বাজা?
গা মা পা, মা গা রে,
সা রে মা গা রে গা
রে সা রে সা নি সা
ওই ফুল মালা দিল শুধু জ্বালা
ধূলায় সে যাক ঝরে যাক না,
এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি
ব্যথায় সে থাক ভরে থাক না।
জানি ফাগুণ আমায় ভালবাসে না
জানি ফাগুণ আমায় ভালবাসে না
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।

তারে বলে দিও, সে যেন আসে না
তারে বলে দিও, মন কেন হাসেনা,
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।

গা মা পা, মা গা রে,
সা রে মা, গা রে গা
রে সা রে, সা নি সা
নেই আলো চাঁদে, যেন রাত কাঁদে
এ আঁধার শেষ তবু হয় না,
যায় প্রেম সরে, ফাঁকি দেয় মোরে
এই ব্যথা প্রাণে সয় না।

হায় স্বপ্নে আঁখি আর ভাসেনা
হায় স্বপ্নে আঁখি আর ভাসেনা
তারে বলে দিও,
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।
ওই গুন গুন সুরে মন হাসে না
ওই গুন গুন সুরে মন হাসে না
তারে বলে দিও
সে যেন আসে না আমার দ্বারে
তারে বলে দিও।।

 

YaifwwriN4BzRFCyqbslL4 তারে বলে দিও সে যেন আসেনা (1961) [ Tare bole dio se jeno ashena ] | দুই ভাই  | হেমন্ত মুখোপাধ্যায় 
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Tare bole dio se jeno ashena lyrics :

Tare bole dio
Se jeno ashe na amar dare
Tare bole dio
Se jeno ashe na amar dare
Tare bole dio
Oi gungun shure mon hashe na
Oi gungun shure mon hashe na
Tare bole dio
Se jeno ashe na amar dare
Tare bole dio
Ga ma pa
Ma ga re
(Kire ? thamli keno? baja)
Ga ma pa
Ma ga re
Sa re ma, ga re ga
Re sa re, sa ni sa.
Oi fulo mala dilo sudhu jala
Dhulay se jak jhore jak na
Ei vanga bashi vole jodi hashi
Byathay se thak vore thak na
Jani fagun amay valobashe na
Jani fagun amay valobashe na
Tare bole dio,
Se jeno ashe na amar dare
Tare bole dio

Tare bole dio
Se jeno ashe na
Tare bole dio
Mon keno hashe naaa
Tare bole dio,
Se jeno ashe na amar dare
Tare bole dio

 

গৌরীপ্রসন্ন মজুমদারঃ 

তারে বলে দিও সে যেন আসেনা
গৌরীপ্রসন্ন মজুমদার

গৌরীপ্রসন্ন মজুমদার বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতকে যাঁরা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের একজন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ২০১২ সালে “মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” জানানো হয়। তার লেখা ‘ কফি হাউসের সেই আড্ডাটা ‘ বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছে।

তিনি ১৯৮৬ সালের ২০ আগস্ট কলকাতায় মৃত্যু বরণ করেন।

হেমন্ত মুখোপাধ্যায়ঃ

তারে বলে দিও সে যেন আসেনা
হেমন্ত মুখোপাধ্যায়

একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠসংগীত শিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সংগীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তিনি রবীন্দ্র সংগীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন।

 

শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম তার মাতামহের বাড়ি পবিত্র বারাণসী শহরে। তার মাতামহ ছিলেন একজন শীর্ষস্থানীয় চিকিৎসক। তার পৈতৃক নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে। তার পরিবার কলকাতা শহরে আসে বিশ শতকের প্রথমার্ধে‌। হেমন্ত সেখানে বড়ো হতে থকেন এবং প্রথমে নাসিরুদ্দিন স্কুল এবং পরবর্তীতে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করেছিলেন। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় সুভাষ মুখোপাধ্যায়ের, যিনি পরবর্তীকলে বাংলার স্বনামধন্য কবি হয়েছিলেন। ওই সময়কালে বিশিষ্ট লেখক সন্তোষকুমার ঘোষ মহাশয়ের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।

ওই সময়ে হেমন্ত ছোটো গল্প লিখতেন, সন্তোষ কুমার কবিতা লিখতেন এবং সুভাষ মুখোপাধ্যায় গান গাইতেন ।

এই কিংবদন্তি শিল্পী ২৬ সেপ্টেম্বর ১৯৮৯ সালে ৬৯ বছর বয়সে কলকাতায় মারা যান ।

 

 

আরোও দেখুনঃ 

যার ভাবে আজ মুড়েছি মাথা [ Jar bhabe aj muruchi matha ]

Leave a Comment