তীর হারা এই ঢেউয়ের সাগর লিরিক্স | tIr hara ei dheo er sagor lyrics | আপেল মাহমুদ
আপেল মাহমুদ হলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানের গায়ক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। এ ছাড়াও “তীর হারা এই ঢেউয়ের সাগর” তার একটি উল্লেখযোগ্য গান।
তীর হারা এই ঢেউয়ের সাগর লিরিক্স
গীতিকারঃ আপেল মাহমুদ
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত করে রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।
জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।
ঘরবাড়ির ঠিকানা নাই,
দিনরাত্রি জানা নাই,
চলার সীমানা সঠিক নাই।
জানি শুধু চলতে হবে,
এ তরী বাইতে হবে,
আমি যে সাগর মাঝি রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।জীবনের রঙে মনকে টানে না,
ফুলের ওই গন্ধ কেমন জানিনা,
জোছনার দৃশ্য চোখে পড়ে না,
তারাও ভুলে কভু ডাকে না।
জীবনের রঙে মনকে টানে না,
ফুলের ওই গন্ধ কেমন জানিনা,
জোছনার দৃশ্য চোখে পড়ে না,
তারাও ভুলে কভু ডাকে না।
বৈশাখের ওই রুদ্র ঝড়ে,
আকাশ যখন ভেঙ্গে পড়ে,
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।
বৈশাখের ওই রুদ্র ঝড়ে,
আকাশ যখন ভেঙ্গে পড়ে,
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়,
হঠাত কে যে শঙ্খ শোনায়,
দেখি ওই ভোরের পাখি গায়।
তবুও তরী বাইতে হবে ,
খেয়া পাড়ি দিতেই হবে।
তবুও তরী বাইতে হবে ,
খেয়া পাড়ি দিতেই হবে।
যতই ঝড় উঠুক সাগরে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত করে রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
tIr hara ei dheo er sagor lyrics in english
Teerhara ei dheu-er shagor, pari dibo re
Amra ko’jon nobeen majhi, hal dhorechhi
Shokto kore re
Jibon kate juddho kore, praner maya shango kore
Jiboner shaad nahi paay
Ghor bari thikana nai, din ratri jana nai
Cholar shimana shothik nai
Jani shudhu cholte hobe, e tori baite hobe
Ami je shagor majhi re
Amra ko’jon nobeen majhi, hal dhorechhi
Shokto kore reJiboner ronge monke tane na
Phuler oi gondho kemon jani na
Jotsnar drishsho chokhe pore na
Boishakher oi rudro jhore
Akash jokhon bhenge pore
Chhera pal aaro chhire jaay
Hatchhani dey biddut amay, hothat ke je shongko shonay
Dekhi oi bhorer pakhi gaay
Tobu tori baite hobe, kheya pare ditei hobe
Jotoi jhor uthuk shagoreTeerhara ei dheu-er shagor, pari dibo re
Amra ko’jon nobeen majhi, hal dhorechhi
Shokto kore re
আরও দেখুনঃ