Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

তুই যদি আমার হইতিরে [ Tui jodi amar hoitire ]

তুই যদি আমার হইতিরে
তুই যদি আমার হইতিরে ছবির পোষ্টার

তুই যদি আমার হইতিরে গানটি বাংলা ছায়াছবি “তুই যদি আমার হইতিরে” এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন মনির খান । মনির খানবাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী।

তুই যদি আমার হইতিরে [ Tui jodi amar hoitire ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মনির খান

তুই যদি আমার হইতিরে [ Tui jodi amar hoitire ]

তুই যদি আমার হইতি রে সুন্দরী
আমি হইতাম তোর।
বুকেতে জড়াইয়া তোরে
করিতাম আদর ও রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।

তুই যদি আমার হইতি রে।।

মনির খান

টাকা পয়সা জমিদারি
সবই দিমু তোরে।
সোনার ও পালঙ্কে শুইয়া
থাকবি আমার ঘরে।
তুই হবি মমতাজ আর
আমি শাহজাহান,
ফাকি দিয়া গেলে বন্ধু
দিমু এই পরান ও রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।

তুই যদি আমার হইতি রে।।

রাখমু তোরে সারা জনম
দুই চোখেতে ধরে।
দিমু না দিমু না তোরে
ছাড়িয়া যাইতে।
ভালবাইসা আদর দিয়া
বসাইমু অন্তরে।

পিরিতেরই ঘর বান্ধিয়া
থাকমু জনম ভরে রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।
তুই যদি আমার হইতি রে।।

তুই যদি আমার হইতি রে সুন্দরী
আমি হইতাম তোর।
বুকেতে জড়াইয়া তোরে
করিতাম আদর ও রে।
তুই যদি আমার হইতি রে সুন্দরী।
তুই যদি আমার হইতি রে।।

মনির খানঃ

মনির খান

তুই যদি আমার হইতিরে গানের কন্ঠশিল্পী মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মনির খান ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মাহবুব আলী খান একজন স্কুল শিক্ষক এবং মাতা মোছা. মনোয়ারা খাতুন একজন গৃহিণী। গুণী এই শিল্পীর বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতারকাটা আর মাছ ধরা সবমিলিয়ে এক আনন্দঘন পরিবেশে বেড়ে উঠেছেন মনির খান। এত কিছুর মধ্যেও ছোট বেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। স্থানীয় অনেক গুরুজনদের কাছে গান শিখেছেন। তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত রেজা খসরুর কাছে ।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে।

 

 

আরও দেখুনঃ

 

Exit mobile version