Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

তুমি আমার জীবন লিরিক্স [ Tumi Amar Jibon Lyrics ] । রুনা লায়লা ও এন্ড্রু কিশোর । Runa Laila & Andrew Kishore

তুমি আমার জীবন লিরিক্স [ Tumi Amar Jibon Lyrics ]

রুনা লায়লা ও এন্ড্রু কিশোর । Runa Laila & Andrew Kishore

 

 

রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর ১৯৫২) একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন।

১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার হাম দোনো চলচ্চিত্রে “উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা” গান দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন। ১৯৬০-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন।

১৯৭২ থেকে ১৯৭৪ সালে তিনি জিয়া মহিউদ্দিন শো-তে গান পরিবেশন করতেন এবং ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন। ১৯৭৪ সালে তিনি কলকাতায় “সাধের লাউ” (সিলেটি গান) এর রেকর্ড করেন।

একই বছর মুম্বাইয়ে তিনি প্রথমবারের মত কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন। এসময়ে দিল্লিতে তার পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয়, যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন।

এক সে বাড়কার এক চলচ্চিত্রের শীর্ষ গানের মাধ্যমে তিনি সংগীত পরিচালক কল্যাণজি-আনন্দজির সাথে প্রথম কাজ করেন। এই গানের রেকর্ডিংয়ের সময় প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন। তিনি “ও মেরা বাবু চেল চাবিলা” ও “দামা দম মাস্ত কালান্দার” গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন। শিল্পী চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র দ্য বডিগার্ড-এর ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছে।

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।

 

 

তুমি আমার জীবন লিরিক্স [ Tumi Amar Jibon Lyrics ] । রুনা লায়লা ও এন্ড্রু কিশোর । Runa Laila & Andrew Kishore

তুমি আমার জীবন লিরিক্স

তুমি আমার জীবন
আমি তোমার জীবন
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
দু,জন দুজনার কত যে আপন
দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা,কেউ জানেনা
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
দু,জন দুজনার কত যে আপন
দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা,কেউ জানেনা।
দু জনার দুটি বুকে,না বলা কতো ভাসা
স্বপ্ন ভরা চোখে কতনা রঙ্গিন আশা
দু জনার দুটি বুকে,না বলা কতো ভাসা
স্বপ্ন ভরা চোখে কতনা রঙ্গিন আশা
দু,জন দুজনার কত যে আপন
দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা,কেউ জানেনা।
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
দু,জন দুজনার কত যে আপন
দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা,কেউ জানেনা
সুন্দর পৃথিবিতে বাধবো সুখেরি ঘর
জীবনের প্রতিদিনে হবে যে মধুর বাসর
সুন্দর পৃথিবিতে বাধবো সুখেরি ঘর
জীবনের প্রতিদিনে হবে যে মধুর বাসর
দু,জন দুজনার কত যে আপন
দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা,কেউ জানেনা
তুমি আমার জীবন।
আমি তোমার জীবন
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
দু,জন দুজনার কত যে আপন
দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা,কেউ জানেনা
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
তুমি আমার জীবন
আমি তোমার জীবন।

আরও দেখুনঃ

 

Exit mobile version