তুমি আমার প্রথম লিরিক্স [ Tumi Amar Prothom Lyrics ] । তপন চৌধুরী ও শাকিলা জাফর । Tapan Chowdhury and Shakila Zafar

তুমি আমার প্রথম লিরিক্স [ Tumi Amar Prothom Lyrics ]

তপন চৌধুরী ও শাকিলা জাফর । Tapan Chowdhury and Shakila Zafar

তপন চৌধুরী (জন্ম ৭ জানুয়ারি) একজন বাংলাদেশী গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীতপরিচালক। তিনি সোল্‌স ব্যান্ডের সাবেক সদস্য। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত।

১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।

তার অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি ।

শাকিলা শর্মা (জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৬২) যিনি শাকিলা জাফর নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী গায়িকা। তিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশী মিডিয়ায় কাজ করছেন। তিনি তার কর্মজীবনে অসংখ্য গান গেয়েছেন।

তুমি আমার প্রথম লিরিক্স [ Tumi Amar Prothom Lyrics ] । তপন চৌধুরী ও শাকিলা জাফর । Tapan Chowdhury and Shakila Zafar

তুমি আমার প্রথম লিরিক্স [ Tumi Amar Prothom Lyrics ] । তপন চৌধুরী ও শাকিলা জাফর । Tapan Chowdhury and Shakila Zafar

তুমি আমার প্রথম লিরিক্স

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল লিরিক্স [ Tumi Amar Prothom Sokal Lyrics ] । তপন চৌধুরী ও শাকিলা জাফর । Tapan Chowdhury and Shakila Zafar

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা।

তুমি আমার একটু চাওয়ার
অনেক খানি পাওয়া।
তুমি আমার খর রোদে
মিষ্টি হিমেল হাওয়া।
তুমি আমার সূর্যাস্তে
ঝিকিমিকি বালুকা বেলা।

তুমি আমার প্রথম লিরিক্স [ Tumi Amar Prothom Lyrics ] । তপন চৌধুরী ও শাকিলা জাফর । Tapan Chowdhury and Shakila Zafar

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা।

তুমি আমার মরু প্রান্তে
ঘন সবুজ বন।
তুমি আমার তপ্ত বুকের
ঝড় ঝড় আষাঢ় শ্রাবণ।
তুমি আমার হৃদয়ে
হাজার তারার মেলা।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল লিরিক্স [ Tumi Amar Prothom Sokal Lyrics ] । তপন চৌধুরী ও শাকিলা জাফর । Tapan Chowdhury and Shakila Zafar

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা ।

তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল—
লা লা লা লা লা লা লা

 

 

 

তুমি আমার প্রথম লিরিক্স [ Tumi Amar Prothom Lyrics ] । তপন চৌধুরী ও শাকিলা জাফর । Tapan Chowdhury and Shakila Zafar

আরও দেখুনঃ

যদি তরিতে বাসনা থাকে লিরিক্স [ Jodi Torite Basona Lyrics ] – লালন শাহ [ Lalon Shah ]

 

Leave a Comment