![তুমি আমার মন মহাজন [ Tumi amar mon mohajon ] 1 তুমি আমার মন মহাজন](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-2022-02-28T124251.944.jpg)
“তুমি আমার মন মহাজন” গানটি লিখেছেন মলয়া সংগীতের জনক, মরমী সাধক, কবি, বাউল, সমাজ সংস্কারক ও অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক মনমোহন দত্ত ।
তুমি আমার মন মহাজন [ Tumi amar mon mohajon ]
গীতিকারঃ মনমোহন দত্ত
সুরকারঃ মনমোহন দত্ত
তুমি আমার মন মহাজন [ Tumi amar mon mohajon ]
তুমি আমার মন মহাজন ।।
সদয়ও নিদয় আমি তোমার পোষা পাখি
ওহে দয়াময় ।
আমি তোমার পোষা পাখি
ওহে দয়াময়।।
তুমি আমার মন মহাজন সদয় ও নিদয়
আমি তোমার পোষা পাখি
ওহে দয়াময় ।।
আমি তোমার পোষা পাখি
যা শিখাও তা শিখি ।।
আমি তোমার পোষা পাখি ।।
যা শিখাও তা শিখি ।।
আমি যা বলার তা বলি
আমি যা পড়াও তা পড়ি।
আমি, আমি কিছু নাই
আমি তোমার পোষা পাখি
ওহে দয়াময়।।
চলাইলে চলি আমি
বলাইলে বলি আমি ।।
দয়াময় দয়াময়।।
দয়াময় আমার
চলাইলে চলি আম
বলাইলে বলি আমি
তুমি আমি, আমি তুমি।।
দেহ একটা পরিচয়
আমি তোমার পাখি
ওহে দয়াময় ।।
তুমি আমার মন মহাজন ।।
সদয়ও নিদয় আমি তোমার পোষা পাখি
ওহে দয়াময় ।
আমি তোমার পাখি
ওহে দয়াময় ।।
মনমোহন দত্তঃ
তুমি আমার মন মহাজন গানের গীতিকার মনমোহন দত্ত ছিলেন মলয়া সংগীতের জনক, মরমী সাধক, কবি, বাউল, সমাজ সংস্কারক ও অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক। মনমোহন দত্তের লেখা গানগুলো সুর দিয়েছেন ওস্তাদ আলাউদ্দীন খাঁ এর জ্যেষ্ঠ ভ্রাতা আফতাব উদ্দিন। মনমোহন দত্ত ব্রিটিশ ভারতের ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার
মনমোহন দত্তের চিন্তাভাবনার পরিচয় তার গানেই পাওয়া যায় । সমকালীন নানা কুসংস্কার, সামাজিক বিভেদ, সাম্প্রদায়িকতাসহ বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে তিনি গানের মাধ্যমে প্রতিবাদ তুলে ধরেন। তার গানে স্রষ্টা ও সৃষ্টির অলৌকিক সর্ম্পকও খুব সাবলীলভাবে ফুটে উঠে। তার গান নিয়ে শিল্পকলা একাডেমী, জাতীয় নাট্যশালাসহ দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় সংস্থা বিভিন্ন সময় গবেষণাসহ স্মরণনভা অনুষ্ঠিত হয়। অর্ন্তগত সাতমোড়া গ্রামে ১২৮৪ বঙ্গাব্দের ১০ই মাঘ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল পদ্মনাথ দত্ত ও মাতার নাম ছিল হর মৌহিনি।
তিনি ১৩১৬ বঙ্গাব্দের ২০শে আশ্বিন মারা যান ।
আরও দেখুনঃ