![তুমি আরেকবার আসিয়া [ Tumi Arekbar Ashiya ] 1 তুমি আরেকবার আসিয়া](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_272/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/aHR0cHM6Ly9jb250ZW50cy5kYWlseWphbmFrYW50aGEuY29tL2ZpbGVzLzIwMTkwNS8xNTU4MTQzMTA4XzE1LmdpZg-300x272.jpg)
“তুমি আরেকবার আসিয়া” গানটি গেয়েছেন সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায় । রথীন্দ্রনাথ রায় বাংলাদেশের লোকসঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী। তিনি মূলত বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচলিত লোকসঙ্গীত ভাওয়াইয়া গানের একজন শিল্পী।
তুমি আরেকবার আসিয়া [ Tumi Arekbar Ashiya ]
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রথীন্দ্রনাথ রায়
তুমি আরেকবার আসিয়া [ Tumi Arekbar Ashiya ]
আরেকবার আসিয়া
![তুমি আরেকবার আসিয়া [ Tumi Arekbar Ashiya ] 2 তুমি আরেকবার আসিয়া](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_183,h_240/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-70.jpg)
রথীন্দ্রনাথ রায়ঃ
![তুমি আরেকবার আসিয়া [ Tumi Arekbar Ashiya ] 3 2205561 তুমি আরেকবার আসিয়া [ Tumi Arekbar Ashiya ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_200/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/2205561-300x200.jpg)
তুমি আরেকবার আসিয়া গানের কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় বাংলাদেশের লোকসঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী। তিনি মূলতঃ বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচলিত লোকসঙ্গীত ভাওয়াইয়া গানের একজন শিল্পী। তিনি অনেক দেশাত্মবোধক গান গেয়ে সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।
রথীন্দ্রনাথ রায় ১৯৪৯ সালে নীলফামারী জেলার সূবর্ণখুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা অন্যতম লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার হরলাল রায়। তিনি ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন এবং বাবার কাছেই সঙ্গীতের প্রাথমিক তালিম গ্রহণ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
আরও দেখুনঃ