Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই লিরিক্স | Tumi ashbe bole tai ami sopno dekhe jai lyrics | Anjan Dutta | অঞ্জন দত্ত

“তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই” গানটি গেয়েছেন অঞ্জন দত্ত, যিনি একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। অঞ্জন দত্ত মূলত তাঁর গভীর ও হৃদয়স্পর্শী গানের জন্য বিশেষ পরিচিত। তাঁর সঙ্গীতজীবনে অনেক জনপ্রিয় গান রয়েছে, যার মধ্যে “বেলা বোস” ও “রঞ্জনা আমি আর আসবোনা” অন্যতম। “তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই” গানটিও তার সেই অনুভূতি এবং সূক্ষ্ম শিল্পীর হাতের ছোঁয়া ফুটে ওঠা একটি কালজয়ী সৃষ্টি, যা শ্রোতাদের মনে গভীর ছাপ রেখে যায়। গানটির সুর ও কথায় রয়েছে প্রেম, আশা ও অপেক্ষার মিশ্রণ, যা অঞ্জন দত্তের বিশেষ স্বাক্ষর বহন করে।

তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই লিরিক্স | Tumi ashbe bole tai ami sopno dekhe jai lyrics | Anjan Dutta | অঞ্জন দত্ত

তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই লিরিক্স:

তুমি আসবে’ বলে তাই

আমি স্বপ্ন দেখে যাই

আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়

আর হাজার হাজার মানুষ মরে যায়

 

দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে

শুধুই নোংরা কালো ধোঁয়া দেখে যায়

কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা

তবু শরীর দুটো থাকে আলাদাই

আমার মনটা তবু আশা করে যায়

 

এই মনটা তবু ভালোবাসতে চায়

এই মন আশা করে যায়…

 

সময় ছুটে চলে

আমি আটকে পড়ে রই

আমার রাস্তা হাঁটে, আমি হাঁটিনা

চোখে নিয়ে স্বপ্ন বুকে অনেক অনেক কথা

আমার বয়েস বাড়ে, আমি বাড়িনা

 

তুমি আসবে বলে বলে

তাই আমি স্বপ্ন দেখে যাই

আর একটা করে দিন চলে যায়

সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়

আর বেকার কিছু মানুষ মরে যায়

 

এই মনটা তবু আশা করে যায়

এই মনটা তবু ভালোবাসতে চায়

এই মন আশা করে যায়…

 

আমার মনটা তবু আশা করে যায়

এই মনটা তবু ভালোবাসতে চায়

এই মন আশা করে যায়…

 

Tumi ashbe bole tai ami sopno dekhe jai lyrics in English:

Tumi ashbe’ bole tai

Ami shopno dekhe jai

Ar ekta kore din chole jai

Shudin ashbe bole ora agun jalay

Ar hajar hajar manush more jai

 

Dekhe bole akashtake matha unchu kore

Shudhu nongra kalo dhoya dekhe jai

Kache ashbe bole ondhokare hatre more ora

Tobu shorir duto thake aladai

Amar monta tobu asha kore jai

 

Ei monta tobu bhalobaste chai

Ei mon asha kore jai…

 

Shomoy chute chole

Ami atke pore roi

Amar rasta hate, ami hatina

Chokhe niye shopno buke onek onek kotha

Amar boyesh bare, ami barina

 

Tumi ashbe bole bole

Tai ami shopno dekhe jai

Ar ekta kore din chole jai

Shudin ashbe bole ora agun jalay

Ar bekar kichu manush more jai

 

Ei monta tobu asha kore jai

Ei monta tobu bhalobaste chai

Ei mon asha kore jai…

 

Amar monta tobu asha kore jai

Ei monta tobu bhalobaste chai

Ei mon asha kore jai…

 

Exit mobile version