Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

তুমি কার লাগিয়া লিরিক্স [ Tumi Kar Lagiya lyrics ] । মনির খান । Monir Khan

মনির খান বাংলাদেশের একজন প্রখ্যাত ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে তার প্রথম একক অ্যালবাম “তোমার কোন দোষ নেই” প্রকাশের মাধ্যমে তিনি সঙ্গীতাঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ সঙ্গীতজীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০-এরও বেশি দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। ১৯৮৯ সালে খুলনা রেডিও থেকে আধুনিক গানের শিল্পী হিসেবে পথচলা শুরু করে মনির খান ঢাকায় এসে বিভিন্ন প্রতিষ্ঠিত গায়ক ও সুরকারের সঙ্গে কাজ করে নিজেকে পরিপূর্ণ শিল্পী হিসেবে গড়ে তোলেন। তার জনপ্রিয় গান “তুমি কার লাগিয়া” তার সঙ্গীত জীবনের অন্যতম সেরা সৃষ্টি, যা তার মধুর কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। মনির খানের গানের বিষয়বস্তু সাধারণ মানুষের জীবন ও অনুভূতির প্রতিবিম্ব, যা তাকে বিশেষ করে তৈরি করেছে শ্রোতাদের মধ্যে।

তুমি কার লাগিয়া লিরিক্স [ Tumi Kar Lagiya lyrics ] । মনির খান । Monir Khan

তুমি কার লাগিয়া লিরিক্স

তুমি কার লাগিয়া

 

তুমি কার লাগিয়া গাঁথরে

সখি বকুল ফুলের মালা

তুমি কার লাগিয়া গাঁথরে

সখি বকুল ফুলের মালা

 

নিশি রাতে কুঞ্জবনে

নিশি রাতে কুঞ্জবনে

আসবে কি শ্যাম কালারে তুমি

কার লাগিয়া

 

তুমি কার লাগিয়া গাঁথরে

সখি বকুল ফুলের মালা

তুমি কার লাগিয়া গাঁথরে

সখি বকুল ফুলের মালা

 

কৃষ্ণ তোমার রাখাল বেশে

বাজায় বাঁশের বাঁশি

সুরে সুরে বলে শুধু

তোমায় ভালোবাসিরে

তোমায় ভালোবাসি

 

কৃষ্ণ তোমার রাখাল বেশে

বাজায় বাঁশের বাঁশি

সুরে সুরে বলে শুধু

তোমায় ভালোবাসিরে

তোমায় ভালোবাসি

 

সে যে ইচ্ছে করে রাত দুপুরে

ইচ্ছে করে রাত দুপুরে

বাড়ায় বুকের জ্বালারে তুমি

কার লাগিয়া

 

তুমি কার লাগিয়া গাঁথরে

সখি বকুল ফুলের মালা

তুমি কার লাগিয়া গাঁথরে

সখি বকুল ফুলের মালা

 

ঘরে তোমার মন বসেনা

মন যে হয় উদাসী

দেখা হলে বল তারে

করতে চরণ দাসীরে

করতে চরণ দাসী

 

ঘরে তোমার মন বসেনা

মন যে হয় উদাসী

দেখা হলে বল তারে

করতে চরণ দাসীরে

করতে চরণ দাসী

 

তারে বারন কর বিনয় করে

বারন কর বিনয় করে

খেলতে নিঠুর খেলারে তুমি

কার লাগিয়া

 

তুমি কার লাগিয়া গাঁথরে

সখি বকুল ফুলের মালা

তুমি কার লাগিয়া গাঁথরে

সখি বকুল ফুলের মালা

 

নিশি রাতে কুঞ্জবনে

নিশি রাতে কুঞ্জবনে

আসবে কি শ্যাম কালারে তুমি

কার লাগিয়া

 

তুমি কার লাগিয়া গাঁথরে

সখি বকুল ফুলের মালা

তুমি কার লাগিয়া গাঁথরে

সখি বকুল ফুলের মালা

 

Tumi Kar Lagiya Lyric – English / Roman

Tumi Kar Lagiya

 

Tumi kar lagiya ganthore

Sokhi bakul phuler mala

Tumi kar lagiya ganthore

Sokhi bakul phuler mala

 

Nishi rate kunjbane

Nishi rate kunjbane

Ashbe ki shyam kalare tumi

Kar lagiya

 

Tumi kar lagiya ganthore

Sokhi bakul phuler mala

Tumi kar lagiya ganthore

Sokhi bakul phuler mala

 

Krishna tomar rakhal beshe

Bajay basher bashi

Sure sure bole shudhu

Tomay bhalobashire

Tomay bhalobashi

 

Krishna tomar rakhal beshe

Bajay basher bashi

Sure sure bole shudhu

Tomay bhalobashire

Tomay bhalobashi

 

Se je ichhe kore rat dupure

Ichhe kore rat dupure

Baray buker jalare tumi

Kar lagiya

 

Tumi kar lagiya ganthore

Sokhi bakul phuler mala

Tumi kar lagiya ganthore

Sokhi bakul phuler mala

 

Ghore tomar mon boshena

Mon je hoy udashi

Dekha hole bolo tare

Korte charon dasire

Korte charon dasi

 

Ghore tomar mon boshena

Mon je hoy udashi

Dekha hole bolo tare

Korte charon dasire

Korte charon dasi

 

Tare baron kor binoy kore

Baron kor binoy kore

Khelte nithur khelare tumi

Kar lagiya

 

Tumi kar lagiya ganthore

Sokhi bakul phuler mala

Tumi kar lagiya ganthore

Sokhi bakul phuler mala

 

Nishi rate kunjbane

Nishi rate kunjbane

Ashbe ki shyam kalare tumi

Kar lagiya

 

Tumi kar lagiya ganthore

Sokhi bakul phuler mala

Tumi kar lagiya ganthore

Sokhi bakul phuler mala

 

 

 

Exit mobile version