তুমি বললে লিরিক্স [ Tumi Bolle Lyrics ]
Film : Beporowa
Imran Mahamudul
ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশী গীতিকার ও নেপথ্য গায়ক, যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন।
তিনি ২০০৮ চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন। তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের “দিল দিল দিল”, পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের “ওহে শ্যাম”, এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের “তুই কি আমার হবি রে” গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন ।
২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে “ভালবাসার লাল গোলাপ” চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।
তিনি আরও “চ্যানেল আই সেরাকন্ঠ” এর আরেকজন প্রতিযোগী “শারমিন” এর সঙ্গে “রংধনু” নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন।
তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে “স্বপ্নলোকে” যেটি রচনা করেছেন আরেফিন রুমি, মাহমুদ সানি এবং তিনি নিজে। সাবিনা ইয়াসমিন, নিজু, এবং সাবরিনা পড়শী ও তারসঙ্গে এই অ্যালবামে কাজ করেছেন।
তুমি বললে লিরিক্স [ Tumi Bolle Lyrics ] । Beporowa । ইমরান মাহমুদুল । Imran Mahamudul
তুমি বললে লিরিক্স
তুমি বললেই ভুল গুলো সব
ফুল হয়ে ফোটে,
কতো আদোর আছে বলো
তোমার গালে ঠোঁটে।
নাকের ডগায় ঘাম জমিয়ে
একটু যখন হাসো,
বুঝতে পারি আমায় তখন
অনেক ভালোবাসো।
তুমি বললেই ভুল গুলো সব
ফুল হয়ে ফোটে,
কত আদর আছে বলো
তোমার গালে ঠোঁটে।
চোখের কোনে আদর এঁকে
পাঁজরে দাও ছায়া,
মনের বুকে মন মিশিয়ে
বিছিয়ে দাও মায়া।
নাকের ডগায় ঘাম জমিয়ে
একটু যখন হাসো,
বুঝতে পারি আমায় তখন
অনেক ভালোবাসো।
তুমি বললেই ভুল গুলো সব
ফুল হয়ে ফোটে,
কত আদর আছে বোলো
তোমার গালে ঠোঁটে।
হো.. ফিরতি পথের সুখ হয়ে যাই
পা বাড়ালেই রোজ,
হারিয়ে আমি যেতে পারি
পেলে তোমার খোঁজ।
নাকের ডগায় ঘাম জমিয়ে
একটু যখন হাসো,
বুঝতে পারি আমায় তখন
অনেক ভালোবাসো।
তুমি বললেই ভুল গুলো সব
ফুল হয়ে ফোটে,
কত আদোর আছে বোলো
তোমার গালে ঠোঁটে।
Tumi Bolle Lyrics
Tumi bollei bhul gulo sob Ful hoye fotey
Koto ador ache bolo tomar gale thote
Naker dogay gham jomiye ektu jokhon haso
Bujhte pari amay tokhon onek valobasho
Chokher kone ador eke pajore dao chaya
Moner buke mon mishiye bichiye dao maya
Firti pother sukh hoye jai paa baralei roj
Hariye ami jete pari pele tomar khoj
তুমি বললে লিরিক্স [ Tumi Bolle Lyrics ] । Beporowa । ইমরান মাহমুদুল । Imran Mahamudul
আরও দেখুনঃ