তুমি বলেছিলে কোন মনের মুক্ত – সুবীর সেন, অমিয় দাশগুপ্ত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

“তুমি বলেছিলে কোন মনের মুক্তো” সুবীর সেনের কণ্ঠে গাওয়া একটি জনপ্রিয় বাংলা গান। অমিয় দাশগুপ্তের লেখা এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে এই গানটি মানুষের হৃদয়ের গভীর ভালোবাসা, আশা ও বেদনার কথা তুলে ধরে।

তুমি বলেছিলে কোন মনের মুক্তো যায়না তো কভু কেনা
ওগো মন পেতে হলে মনের মুল্য চাই
সুনীল সাগরে পাঠালে আমাকে ঝিনুক কুড়াতে তাই …
তুমি বলেছিলে …

সারাদিন ধরে ঝিনুক কুঁড়িয়ে শেষে
অনেক আশায় দাঁড়ালেম কাছে এসে
ঝিনুকের কথা ভুলেছো তখন শুধালে আমারে শুধু
“সাগর কেমন সুন্দর বলো তাই”?

আহা আমিতো কেবল ডুবুরির মতো অতলেই ডুবে মরেছি
ঝিনুক খুঁজতে খুঁজতে সাগর দেখার সময় তো পাই নাই

তুমি বলেছিলে…

তুমি বলেছিলে কোন মনের মুক্ত যায় না তো কভু কেনা
ওগো মন পেতে হলে মনের মুল্য চাই
সুনীল সাগরে পাঠালে আমাকে ঝিনুক কুড়াতে তাই….

তুমি বলেছিলে…

ক্লান্তিতে কোন পাহাড়ের তীরে তীরে
ফুলের পসরা কুড়ায়ে এলেম ফিরে
সে ফুলে মালিকা গাঁথলেনা তুমি শুধালে আমায় শুধু
“পাহাড় কেমন সুন্দর বলো তাই”?

আহা আমি তো কেবল ভ্রমরের মতো ফুলে ফুলে ঘুরে মরেছি
তোমার ও ফুল খুঁজতে পাহাড় দেখার সময় তো পাই নাই

তুমি বলেছিলে কোন মনের মুক্ত যায় না তো কভু কেনা
ওগো মন পেতে হলে মনের মুল্য চাই
সুনীল সাগরে পাঠালে আমাকে ঝিনুক কুড়াতে তাই….

তুমি বলেছিলে…