তুমি যে আমার লিরিক্স [ TUMI JE AMAR LYRICS ]
গীতা দত্ত । Geeta Dutt
Movie: Harano Sur (1957)
Music: Hemanta Mukherjee
Lyricist: Gouri Prasanna Majumdar
গীতা দত্ত (জন্ম: ২৩ নভেম্বর ১৯৩০ – মৃত্যু: ২০ জুলাই ১৯৭২) একজন বাঙালি সঙ্গীতশিল্পী। তিনি মূলত ১৯৫০ এবং ১৯৬০এর দশকে হিন্দি ছবিতে নেপথ্য সঙ্গীত এবং বাংলা আধুনিক গান গাওয়ার জন্য বিখ্যাত।
তিনি ১৯৩০ সালের ২৩ নভেম্বর তৎকালীন ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার ইদিলপুরের একটি ধনী জমিদার পরিবারে (বর্তমান বাংলাদেশের শরীয়তপুর জেলার গোসাইরহাট) জন্মগ্রহণ করেন।
পরিচালক, অভিনেতা গুরু দত্তের সাথে বিয়ের আগে তার নাম ছিল গীতা ঘোষ রায়চৌধুরী। বিয়ের আগে গীতা রায় নামে সুপরিচিত ছিলেন। ১৯৪২ খ্রিষ্টাব্দে তার বাবা মার সাথে বোম্বের দাদারে একটি অ্যাপার্টমেন্টে থাকতে আরম্ভ করেন।
তুমি যে আমার লিরিক্স [ TUMI JE AMAR LYRICS ] । গীতা দত্ত । Geeta Dutt (1957)
তুমি যে আমার লিরিক্স
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার (x2)
কানে কানে শুধু একবার বল,
তুমি যে আমার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
আমারি পরাণে আসি,
তুমি যে বাজাবে বাঁশি (x2)
সেই তো আমারি সাধনা,
চাইনাতো কিছু আর
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
তুমি যে আমার দিশা,
অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে,
নীরব অহংকারে (x2)
জীবন মরণ মাঝে,
এসোগো বধুর সাজে (x2)
সেই তো আমারি জিবনে,
তোমারি অভিসার।
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,
তুমি যে আমার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
TUMI JE AMAR LYRICS
Tumi je amar ogo tumi je amar
Kaane kaane shudhu ekbaar bolo, tumi je amar
Tumi je amar, ogo tumi je amar
Amari porane ashi, tumi je bajabe bashi
Sei to amari sadhona, chainato kichu aar
Tumi je amar, ogo tumi je amar
Tumi je amar disha, akulo ondhokare
Daogo amare bhore, nirobo ahonkari
Jibon o morono majhe,
eshogo bodhu ro saaje
Shei to amari jibonii, tomari obhishar
Kaane kaane shudhu ekbaar bolo, tumi je amar
Tumi je amar, ogo tumi je amar
তুমি যে আমার লিরিক্স [ TUMI JE AMAR LYRICS ] । গীতা দত্ত । Geeta Dutt (1957)
আরও দেখুনঃ