তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা লিরিক্স | Tomra keu ki dite paro premikar valobasha lyrics, আর্টসেল ১৯৯৯ সালের আগস্ট মাসে গঠিত হলেও একই বছরে অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে। সেপালচুরা, ড্রিম থিয়েটার, মেটালিকা, পিংক ফ্লয়েড ও প্যান্টেরা ব্যান্ড তাদের মূল অণুপ্রেরণা। তারা প্রাথমিক অবস্থায় আন্ডারগ্রাউন্ড কনসার্টে একদম মেটালিকাকে পুরোপুরি কাভার করত। তারা অ্যালবাম প্রকাশের আগেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।
Table of Contents
তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা লিরিক্স | Tomra keu ki dite paro premikar valobasha lyrics | Artcell | আর্টসেল
তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা লিরিক্স:
তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা?
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা?
ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে,
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে।
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি,
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি।।
তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা?
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা?
তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা?
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা?
ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে,
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে।
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি,
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি।।
এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা,
এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা,
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারে মিলায়,
ও যে কোথায় হারালো
ব্যথা কাকে যে শুধাই?
Tomra keu ki dite paro premikar valobasha lyrics in English:
Tomra keu ki dite paro premikar bhalobasha
debe ki keu jibone ushnotar shotto asha
bhalobashar age nijeke nio bajiye
amar moner moto nio shajiye
ami boro oshohay onno pothe
ekti natok e dekhi mohakaler monche
o amay bhalobasheni
osheem e bhalobasha o bujheni
o amay bhalobasheni
otol e bhalobasha goliye dekheni
tomara keu ki korbe amar jonno opekkha
bhalo bashbe shudhu amay korbe protigga
bhalobashar age nijeke niuo bajiye
amar moner moto nio shajiye
ami boro oshohay onno pothe
ekti natok e dekhi mohakaler monche
o amay bhalobasheni
osheem e bhalobasha o bujheni
o amay bhalobasheni
otol e bhalobasha goliye dekheni
eto bhireo ajj o ami eka
mone shudhu je shunnotaa
adhare joto choray alo
shob e adhar e milay
oo je kothay haralo
betha kake je shudhai
আর্টসেল:
আর্টসেল বাংলাদেশের একটি প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড। তারা অন্যান্য ধারার সঙ্গীতের উপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা চালিয়েছে। ২০১৯ সালে ব্যান্ডটির ২০ বছর পূর্ণ হয় ।
মিশ্র অ্যালবামে তাদের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।তাদের প্রথম এবং দ্বিতীয় উভয় অ্যালবামই তাদের শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। আর্টসেল ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী এবং ভারতে বেশ কিছু কনসার্টে অংশ নেয়।

২০০৯ সালে আর্টসেল কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা বিষয় দিনব্যাপী প্রচারণায় অংশ নেয়। তারা ২০১০ সালের ৩রা জানুয়ারি অস্ট্রেলিয়াতে কনসার্ট করে প্রবাসীদের জন্য বেলমোর স্পোর্টস গ্রাউন্ডে। ২০১০ সালের ডিসেম্বরে তারা কনসার্ট এগেইনস্ট ভায়োলেন্স টু উইম্যান-এ অংশ নেয়। প্রায় ১০ বছর পর আর্টসেল ২০১৬ সালে তাদের নতুন গান “অবিমৃষ্যতা” মুক্তি দেয়।
আরও দেখুনঃ