Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

তোমাকে বুঝিনা লিরিক্স [ Tomake Bujhina Lyrics ] । চন্দ্রানী ব্যানার্জী । Chandrani Banerjee

তোমাকে বুঝিনা লিরিক্স [ Tomake Bujhina Lyrics ]

Movie: Projapoti Biskut

চন্দ্রানী ব্যানার্জী । Chandrani Banerjee

 

 

তোমাকে বুঝিনা লিরিক্স [ Tomake Bujhina Lyrics ] । চন্দ্রানী ব্যানার্জী । Chandrani Banerjee

তোমাকে বুঝিনা লিরিক্স

তোমাকে বুঝিনা প্রিয়
বোঝ না তুমি আমায়
দুরত্ব  বাড়ে যোগাযোগ নিভে যায়
তোমাকে বুঝিনা প্রিয়
বোঝ না তুমি আমায়
দুরত্ব  বাড়ে যোগাযোগ নিভে যায়
গরাদ শোকে সূর্যমুখী
গরাদ শোকে সূর্যমুখী
খয়েরী কুঁড়ির ফুল
সূর্য খুঁজে বেড়ায়
তোমাকে জানিনা প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায়
তোমাকে জানিনা প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে ঘাসের ছায়ায়
দু চোখে তার পান্না বাহার
দু চোখে তার পান্না বাহার
কান্না জমায় কথায় কথায়
তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায়
তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায়
তুলনাহীনা জলের কিনার
তুলনাহীনা জলের কিনার
তোমার চুলের মতো
আনমনে আঙুল ডোবায়

Tomake Bujhina Lyrics

Tomake Bujhina Priyo
Bojho na tumi amay
Durotto baare jogajog nibhe jaaye
Tomake Bujhina Priyo
Bojho na tumi amay
Durotto baare jogajog nibhe jaaye
Gorad shoke.. surjomukhi
Gorad shoke.. surjomukhi
Khoiri kurir phool
Surjo khuje beraye
Tomake jani na priyo
Jano na tumi amay
Sheeter beral khele ghasher chayay
Tomake jani na priyo
Jano na tumi amay
Sheeter beral khele ghasher chayay
Duchokhe taar Panna bahar
Duchokhe taar Panna bahar
Kanna jomay kothay kothai
Tomake daki na priyo
Dako na tumi amay
Jolopropaat maate rupor mathai
Tomake daki na priyo
Dako na tumi amay
Jolopropaat maate rupor mathai
Tulonaheena joler kinar
Tulonaheena joler kinar
Tomar chuler moto
Aanmone angul dobai

আরও দেখুনঃ
একটি বাংলাদেশ লিরিক্স [ Ekti Bangladesh Lyrics ] । সাবিনা ইয়াসমিন । Sabina Yasmin

 

 

Exit mobile version