তোমাকে বুঝি না লিরিক্স [ Tomake bujhina prio lyrics ] | চন্দ্রানী ব্যানার্জী | Projapoti Biskut | 2017

তোমাকে বুঝি না লিরিক্স [ Tomake bujhina prio lyrics ] | চন্দ্রানী ব্যানার্জী | Projapoti Biskut | 2017

 

তোমাকে বুঝি না প্রিয় লিরিক্স [ Tomake bujhina prio lyrics ] | চন্দ্রানী ব্যানার্জী | Projapoti Biskut | 2017
চন্দ্রানী ব্যানার্জী

প্রাচীন ও মধ্যযুগীয় গানগুলির অধিকাংশই ছিল ধর্মীয় সঙ্গীত। মধ্যযুগের প্রথম পাদে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস, ও বলরামদাস প্রমুখ বৈষ্ণব পদকর্তাগণ রাধা-কৃষ্ণ বিষয়ক গানে জাগতিক ও আধ্যাত্মিক প্রেমচেতনার একটি পার্থক্য দর্শিয়েছেন। আবার মধ্যযুগের শেষ পাদে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ শাক্তপদাবলিকারগণ তাদের গানে ঈশ্বরকে শুদ্ধ মাতৃরূপে বন্দনার কথা বলেছেন। বৈষ্ণব ও শাক্তপদাবলি (শ্যামাসংগীত ও উমাসঙ্গীত) উভয়েরই মূল উপজীব্য হিন্দু ভক্তিবাদ|ভক্তিবাদী দর্শন।

বৈষ্ণব সঙ্গীতে যখন জীবাত্মা-পরমাত্মাকেন্দ্রিক প্রেমভক্তির তত্ত্ব প্রচারিত হয়, তখনই শাক্তগানে তন্ত্র ও শুদ্ধা মাতৃবন্দনার এক সম্মিলন গড়ে ওঠে।

বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত। বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী

 

 

শিল্পী: চন্দ্রানী ব্যানার্জী
অ্যালবাম: Tomake Bujhina Priyo (From “Projapoti Biskut”)
প্রকাশিত হয়েছে: ২০১৭

তোমাকে বুঝি না প্রিয় লিরিক্স [ Tomake bujhina prio lyrics ] | চন্দ্রানী ব্যানার্জী | Projapoti Biskut | 2017

 

তোমাকে বুঝিনা লিরিক্স [ Tomake Bujhina Lyrics ] । চন্দ্রানী ব্যানার্জী । Chandrani Banerjee

 

তোমাকে বুঝি না লিরিক্স বাংলা :

তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়

তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়

গরাদ শোকে সূর্যমুখী
গরাদ শোকে সূর্যমুখী
খয়েরী কুঁড়ির ফুল
সূর্য খুঁজে বেড়াবে

তোমাকে জানিনা প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে
ঘাসের ছায়ায়

তোমাকে জানিনা প্রিয়
জানো না তুমি আমায়
শীতের বেড়াল খেলে
ঘাসের ছায়ায়

দু চোখে তার পান্না বাহার
দু চোখে তার পান্না বাহার
কান্না জমায় কথায় কথায়

তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায়

তোমাকে ডাকি না প্রিয়
ডাকো না তুমি আমায়
জলপ্রপাত মাতে রূপোর মায়ায়

তুলনা-হীনা জলের কিনার
তুলনা-হীনা জলের কিনার
তোমার চুলের মতো
আনমনে আঙুল ডোবায়ে

 

তোমাকে বুঝিনা লিরিক্স [ Tomake Bujhina Lyrics ] । চন্দ্রানী ব্যানার্জী । Chandrani Banerjee

 

Tomake bujhina prio lyrics in english :

Tomake Bujhina Priyo
Bojho na tumi amay
Durotto baare jogajog nibhe jaay

Tomake Bujhina Priyo
Bojho na tumi amay
Durotto baare jogajog nibhe jaay

Gorad shoke surjomukhi
Khoiri kurir phool
Surjo khuje berabe

Tomake jani na priyo
Jano-na tumi amay
Sheeter beral khele ghasher chayay

Tomake jani na priyo
Jano-na tumi amay
Sheeter beral khele ghasher chayay

Du-chokhe taar Panna bahar
Kanna jomay kothay kothay

Tomake daki na priyo
Dako na tumi amay
Jolopropaat maate rupor mayay

Tomake daki na priyo
Dako na tumi amay
Jolopropaat maate rupor mayay

Tulona heena joler kinar
Tomar chuler moto
Aanmone angul dobay

 

 

তোমাকে বুঝিনা লিরিক্স [ Tomake Bujhina Lyrics ] । চন্দ্রানী ব্যানার্জী । Chandrani Banerjee

 

আরও দেখুনঃ

 

Leave a Comment