তোমায় আমায় লিরিক্স [ Tomay Amay Lyrics ]
অরিজিৎ সিং এবং উজ্জয়িনী মুখার্জী । Arijit Singh And Ujjaini Mukherjee
অরিজিৎ সিং (জন্মঃ ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য গায়ক। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন।। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে।
তোমায় আমায় লিরিক্স [ Tomay Amay Lyrics ] । অরিজিৎ সিং এবং উজ্জয়িনী মুখার্জী । Arijit Singh And Ujjaini Mukherjee
তোমায় আমায় লিরিক্স
মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,
তুমি পথ চেনো, পাশে আছি যেনো
আমাকেও সঙ্গে নিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
![তোমায় আমায় লিরিক্স [ Tomay Amay Lyrics ] । অরিজিৎ সিং এবং উজ্জয়িনী মুখার্জী । Arijit Singh And Ujjaini Mukherjee 2 তোমায় আমায় লিরিক্স [ Tomay Amay Lyrics ] । অরিজিৎ সিং এবং উজ্জয়িনী মুখার্জী । Arijit Singh And Ujjaini Mukherjee](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-2022-06-27T033028.777-300x157.jpg)
যতদূর যায় চোখ পাশে আছি আমি তোমার
আজ নয় কাল হোক
কেটে যাবে এই অন্ধকার।
তুমি অভিমানী হেঁটে যাবে জানি
স্বপ্নের সেই মিছিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
ঘুমে রোজ আসে যে,
সামনে কি আসবেনা সে?
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে?
যদি পাশে থাকো, হাতে হাত রাখো
সব পাবো ভরসা দিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।
![তোমায় আমায় লিরিক্স [ Tomay Amay Lyrics ] । অরিজিৎ সিং এবং উজ্জয়িনী মুখার্জী । Arijit Singh And Ujjaini Mukherjee 3 তোমায় আমায় লিরিক্স [ Tomay Amay Lyrics ] । অরিজিৎ সিং এবং উজ্জয়িনী মুখার্জী । Arijit Singh And Ujjaini Mukherjee](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-2022-06-27T032913.866-300x157.jpg)
Tomay Amay Lyrics
Mon thak arale
Majhe majhe chutey asha
Jnai haath barale
dhora debe valobasha
Tui poth cheno Pashe achi jeno
Amakeo songeey nile
Theke Jabo Tomay Amay Mile
![তোমায় আমায় লিরিক্স [ Tomay Amay Lyrics ] । অরিজিৎ সিং এবং উজ্জয়িনী মুখার্জী । Arijit Singh And Ujjaini Mukherjee 4 তোমায় আমায় লিরিক্স [ Tomay Amay Lyrics ] । অরিজিৎ সিং এবং উজ্জয়িনী মুখার্জী । Arijit Singh And Ujjaini Mukherjee](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-2022-06-27T032946.976-300x157.jpg)
Jotodur jay chokh Pashe achi ami tomar
Aaj noy Kal hok Kete jabe e andhokar
Tumi abhimani, Hete jabe jani
Samner sei michiley
তোমায় আমায় লিরিক্স [ Tomay Amay Lyrics ] । অরিজিৎ সিং এবং উজ্জয়িনী মুখার্জী । Arijit Singh And Ujjaini Mukherjee
আরও দেখুনঃ