তোমায় যদি লিরিক্স [ Tomay Jodi Lyrics ]
বুশরা শাহরিয়ার । BUSHRA SHAHRIAR
তোমায় যদি লিরিক্স [ Tomay Jodi Lyrics ] । বুশরা শাহরিয়ার । BUSHRA SHAHRIAR
তোমায় যদি লিরিক্স
তোমায় যদি হারিয়ে ফেলি তাইতো এত ভয়,
হৃদয় দিয়ে জড়িয়ে রাখি মিথ্যে কথা নয়।
অনুভবের আকাশ খুলে একটু করে তুমি ছুঁলে,
পৃথিবীটা যেন আমার স্বর্গ মনে হয়।
তোমায় যদি হারিয়ে ফেলি তাইতো এত ভয়,
হৃদয় দিয়ে জড়িয়ে রাখি মিথ্যে কথা নয়।।
ভাল থাকার স্বপ্ন দেখার তুমি বিশেষ কারণ,
তোমার আশায় করতে পারি সব কিছুকে বারণ।
অনুভবের আকাশ খুলে একটু করে তুমি ছুঁলে,
পৃথিবীটা যেন আমার স্বর্গ মনে হয়।
তোমায় যদি হারিয়ে ফেলি তাইতো এত ভয়,
হৃদয় দিয়ে জড়িয়ে রাখি মিথ্যে কথা নয়।।
কাছে ডাকার গল্প লেখার নেইকো তোমার মতন,
বুকের ভেতর তোমায় রেখে করি অনেক যতন।
অনুভবের আকাশ খুলে একটু করে তুমি ছুঁলে,
পৃথিবীটা যেন আমার স্বর্গ মনে হয়।
তোমায় যদি হারিয়ে ফেলি তাইতো এত ভয়,
হৃদয় দিয়ে জড়িয়ে রাখি মিথ্যে কথা নয়।।
Tomay Jodi Lyrics
Tomay Jodi Hariye Feli Tai to atto vooy
Hridoy diye joriye rakhi mitthe kotha noy
Onuvober Akash Khule ektu kore tumi chule
Prithibita jeno amar shorgo mon a hoy
Tomay Jodi Hariye Feli Tai to atto vooy
Hridoy diye joriye rakhi mitthe kotha noy
Bhalo thakar shopno dekhar tumi bishes karon
Tomar ashay korte pari sob kichuke baron
Onuvober Akash Khule ektu kore tumi chule
Prithibi ta jeno amar shorgo mone hoy
Tomay Jodi Hariye Feli Tai to atto vooy
Hridoy diye joriye rakhi mitthe kotha noy
Kache Dakar golpo lekhar neiko tomar moton
Buker bhetor tomay rekhe kori onek joton
Onuvober akash khule ektu kore tumi chule
Prithibita jeno amar shorgo mone hoy
Tomay Jodi Hariye Feli Tai to atto vooy
Hridoy diye joriye rakhi mitthe kotha noy
তোমায় যদি লিরিক্স [ Tomay Jodi Lyrics ] । বুশরা শাহরিয়ার । BUSHRA SHAHRIAR
আরও দেখুনঃ
ঘুমন্ত শহরে লিরিক্স [ Ghumonto Shohore Lyrics ] । LRB । এল আর বি । Ayub Bacchu । আইয়ুব বাচ্চু