![তোমারে দেখিবার মনে চায় [ Tomare Dekhiber Mone Chay ] 1 তোমারে দেখিবার মনে চায়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_260/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Screenshot_20210316_104833-696x604-1-300x260.jpg)
“তোমারে দেখিবার মন চায়” গানটি লিখেছেন ক্বারী আমির উদ্দিন আহমেদ । সংগীত প্রেমীদের মতে বর্তমান সময়ের শ্রেষ্ঠ বাউলদের মধ্যে তিনি প্রধানস্থানীয়। তার লেখা গান করেননি এমন বাউল গানের শিল্পী খুঁজে পাওয়া কঠিন। তার লিখিত গানের সংখ্যা প্রায় পাঁচ হাজারের অধিক।
তোমারে দেখিবার মনে চায় [ Tomare Dekhiber Mone Chay ]
গীতিকারঃ ক্বারী আমির উদ্দিন আহমেদ
তোমারে দেখিবার মনে চায় [ Tomare Dekhiber Mone Chay ]
তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও অমায়
দেখা দিয়া শান্ত কর
নইলে আমার প্রাণ যায়
তোমারে দেখিবার মনে চায়
বহুরুপ মহিমা তোমার
তুমি রুপের মূরতি
দেখতে শোভা মনোলোভা
তাইতো করি আরতি
রাখ হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরায়
তোমারে দেখিবার মনে চায়
সামনে দাড়াও একবার দেখি নয়ন ভরিয়া
ভালোবাসি তবে কেন যাওনা শান্ত করিয়া
তোমারে দেখিয়া একবার
জল ঢেলে দেই বেদনায়
তোমারে দেখিবার মনে চায়
ক্বারী আমির উদ্দিন আহমেদঃ
![তোমারে দেখিবার মনে চায় [ Tomare Dekhiber Mone Chay ] 2 তোমারে দেখিবার মনে চায়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_169/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/maxresdefault-213-300x169.jpg)
তোমারে দেখিবার মনে চায় গানের গীতিকার জীবন্ত কিংবদন্তি বাউল ক্বারী আমির উদ্দিন আহমেদ। সংগীত প্রেমীদের মতে বর্তমান সময়ের শ্রেষ্ঠ বাউলদের মধ্যে তিনি প্রধানস্থানীয়। তার লেখা গান করেননি এমন বাউল গানের শিল্পী খুঁজে পাওয়া কঠিন। তার লিখিত গানের সংখ্যা প্রায় পাঁচ হাজারের অধিক। বলতে গেলে বাউল কবিদের মধ্যে সর্বাধিক বাউল গানের স্রষ্টা ক্বারী আমির উদ্দিন। তার জন্ম ১৯৪৩ সালের ১৯ ফেব্রুয়ারী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে। পিতার নাম শাহ মুহাম্মদ রুস্তম আলী শেখ, মাতার নাম আলেকজান বিবি।তার পূর্বপুরুষরা ফকিরি ধারার লোক ছিলেন, তাই শৈশব থেকেই তিনি ছিলেন এই ধারার অনুরাগী। হরেক রকমের বাদ্যযন্ত্র বাজানোয় তিনি ছিলে সমান পারদর্শী।
প্রথম দিকে তিনি বেশিরভাগ দুর্বিন শাহ এর রচিত গান গাইতেন। তিনি দুর্বিন শাহ এর মৃত্যুর পর আরো বেশি আলোচনায় আসেন। তার লিখিত গানের সংখ্যা প্রায় পাঁচ হাজারের অধিক।
আরও দেখুনঃ