তোমারে দেখিলো পরান ভরিয়া লিরিক্স [ tomare dekhilo poran bhoriya ] গানটি গেয়েছেন গায়ক হাবিব ও গায়িকা ন্যান্সি। গায়ক হাবিব ওয়াহিদ (যিনি হাবিব নামেই বেশি পরিচিত) ১৫ অক্টোবর ১৯৭৯ জন্মগ্রহন করেন। হাবিব একজন বাংলাদেশী জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক। তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত।
নাজমুন মুনিরা ন্যান্সি, ন্যান্সি নামে পরিচিত, একজন বাংলাদেশী সংগীতশিল্পী। তার সঙ্গীত জীবন শুরু হয় ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের গান গেয়ে। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা মুক্তি পায়। ২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার-এ ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা সাতবার তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার অর্জন করেন।
তোমারে দেখিলো পরান ভরিয়া লিরিক্স [ বাংলা ]
তোমারে দেখিলো পরানও ভরিয়া
আসমান জমিন দরিয়া
তোমারে দেখিলো পরানও ভরিয়া
আসমান জমিন দরিয়া
চলিতে চলিতে থামিয়ো
দেখিবো তোমারে আমিও
ওহ, রুপে দিলা তুমি পাগল করিয়া
ও… কাজলটা মাখিতে, ডাগরও আঁখিতে
নজর পড়িলে কী হবে?
ও… প্রেমেতে পড়িবে, মরনে মরিবে
দেখিয়ো তুমি তবু নীরবে
চোখেরো পলকে, পলকে
রুপেরো ঝলকে, ঝলকে
আমি যে ডুবে রই সেই প্রেমে পড়িয়া
ওহ, রুপে দিলা তুমি পাগল করিয়া…
ও মায়া হাসিরে, কী ভালবাসিরে! (লা-লা-লা-লা)
এমনো করিয়া হাসিয়ো (লা-লা-লা-লা)
ও… নিকটে থাকিয়ো, দেখিয়া রাখিয়ো
এভাবে তুমি ভালবাসিয়ো
যাবে রে যে পথে, যাবে রে (রা-রা-রা)
পাবে রে দেখিতে, পাবে রে
তোমারে দেখে সব ফুল গেছে ঝরিয়া
ওহ, রুপে দিলা তুমি পাগল করিয়া…
তোমারে দেখিলো পরানও ভরিয়া
আসমান জমিন দরিয়া
তোমারে দেখিলো পরানও ভরিয়া (লা-রা-রা)
আসমান জমিন দরিয়া
চলিতে চলিতে থামিয়ো (লা-রা-রা)
দেখিবো তোমারে আমিও
ওহ, রুপে দিলা তুমি পাগল করিয়া
Tomare dekhilo poran bhoriya lyrics English / Roman
Tomare Dekhileo
Moner Jore Cholche Deho
De Dhol Dhola
Eker Sathe Ek Miley
Kon Sohore Jabi Poran
Kon Bashori
Ayre Sokhi Boron Kori
De Dhol Dhola
Dour
Agun Jole Ar Nibena
নাজমুন মুনিরা ন্যান্সি :
নাজমুন মুনিরা ন্যান্সির জন্ম ১৩ ডিসেম্বর ১৯৮৯। ন্যান্সির বাড়ি নেত্রকোণার সাতপাইতে। ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন নাজমুন মুনিরা ন্যান্সি। তাদের একমাত্র মেয়ে রোদেলা।
ন্যান্সি পরবর্তীতে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেছেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। ২০২১ সালের এপ্রিল মাসে এক ফেসবুক স্ট্যাটাসে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি। একই বছরের জুলাই মাসে আরেক ফেসবুক স্ট্যাটাসে তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দেন ন্যান্সি। ন্যান্সি সম্পর্কে আরও জানতে তার উইকিপিডিয়া পেজটি দেখুন।
হাবিব ওয়াহিদ:
হাবিবের পিতা ফেরদৌস ওয়াহিদ আধুনিক বাংলা পপ সঙ্গীতের পথদ্রষ্টা ছিলেন। ১৯৭০ ও ১৯৮০’র দশকে ফেরদৌস ওয়াহিদ বাংলা পপ সঙ্গীতকে সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছিলেন। হাবিব তাই ছোটবেলাতেই তার পিতার কী-বোর্ড থেকে সুর করতে শিখেন। পরে তিনি স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিং, (লন্ডনে) শব্দ প্রকৌশলে অধ্যয়ন করেন। এসময় তিনি এশিয়ান আন্ডারগ্রাউন্ডের নিতিনের সাথে কাজ করার সুযোগ পান।
পপস্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী রেহান কে বিয়ে করেন। হাবিব এর প্রথম সন্তান আলীম ওয়াহিদ ২০১২ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করে। রেহানকে তিনি ২০১৬ সালের ১৯ জানুয়ারিতে তালাক দেন।
এরপর তিনি ছোট পর্দার আরেক তরুণ অভিনেত্রী তানজিন তিশার সাথে সম্পর্কে জড়িয়েছেন। ২০২১ সালের ১২ই জানুয়ারি তিনি বিয়ে করেন ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী ও মডেল আফসানা চৌধুরী শিফাকে । মঙ্গলবার (১২ জানুয়ারি) হাবিব নিজেই তার অফিশিয়াল ফেইসবুক অ্যাকাউন্টে দুপুর পৌনে ১টার দিকে বিয়ের খবর জানিয়েছেন। হাবিব ওয়াহিদ সম্পর্কে আরও জানতে তার উইকিপিডিয়া পেজটি দেখুন।