“তোমারে পাইলাম না আমি” গানটি বাংলাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর গাওয়া এক হৃদয়ছোঁয়া সংগীত, যা বাঙালি শ্রোতাদের মনে আজও গভীর রেখাপাত করে। প্রথমবার এই গানটির রেকর্ড হয় বারী সিদ্দিকীর কণ্ঠেই, যার দরদি ও আবেগপূর্ণ পরিবেশনায় গানটি এক অনন্য উচ্চতায় পৌঁছায়। গানটিতে বাউল ও আধ্যাত্মিক সংগীতের ধারা মিশে আছে, যেখানে ভালোবাসা, বিরহ ও ঈশ্বর-অন্বেষার এক গূঢ় অভিজ্ঞান ব্যক্ত হয়েছে। “তোমারে পাইলাম না আমি” শুধু প্রেমের গান নয়, এটি এক অন্তরতম খোঁজ, যা মানুষের আত্মিক ব্যাকুলতাকে গভীরভাবে স্পর্শ করে। বারী সিদ্দিকীর অনবদ্য সুর ও গায়কী এই গানটিকে করে তুলেছে বাংলা লোকসংগীতের এক অমূল্য রত্ন।
তোমারে পাইলাম না আমি [ Tomare pailam na ami ]
তোমারে পাইলামনা আমি
তাতে দুঃখ নাই…….
আমি যে তোমার হইয়াছি
এই ভেবে সুখ পাই!!!
তোমারে পাইলামনা আমি
তাতে দুঃখ নাই…….
আমি যে তোমার হইয়াছি
এই ভেবে সুখ পাই!!!
আমি যে তোমার হইয়াছি
এই ভেবে সুখ পাই!!!
ঠুনকো জীবন স্বপ্ন যেমন
গড়া সুখে দুঃখে…
কি পাইলামনা এই ভেবে বুক
ভরবো না আর সুখে
ঠুনকো জীবন স্বপ্ন যেমন
গড়া সুখে দুঃখে
কি পাইলামনা এই ভেবে বুক
ভরবো না আর সুখে
আমি কেবল কি পাইয়িলাম
হিসাব রাখতে চাই তার…
আমি কেবল কি পাইয়িলাম
হিসাব রাখতে চাই
আমি যে তোমার হইয়াছি
এই ভেবে সুখ পাই!!!
আমি যে তোমার হইয়াছি
এই ভেবে সুখ পাই!!!
জীবনের ঐ পাড়ে যদি
অন্য জীবন থাকে….
সাধের জনম বন্দক দিয়া
পাই যেন তোমাকে
জীবনের ঐ পাড়ে যদি
অন্য জীবন থাকে….
সাধের জনম বন্দক দিয়া
পাই যেন তোমাকে
জনম জনম আমার সুরে
তোমারি গান গাই, আয় ……
জনম জনম আমার সুরে
তোমারি গান গাই
আমি যে তোমার হইয়াছি
এই ভেবে সুখ পাই!!!
আমি যে তোমার হইয়াছি
এই ভেবে সুখ পাই!!!
তোমারে পাইলামনা আমি
তাতে দুঃখ নাই…….
আমি যে তোমার হইয়াছি
এই ভেবে সুখ পাই!!!
আমি যে তোমার হইয়াছি
এই ভেবে সুখ পাই!!!