তোমার চোখের শীতল পাটি লিরিক্স [ Tomar chokhe shitol pati lyrics ] | cheeni | Lagnajita Chakraborty | 2020
লগ্নজিতা চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় নেপথ্য গায়িকা। তার পিতা শুভঙ্কর চক্রবর্ত্তী ও মাতা সংযুুুক্তা চট্টোপাধ্যায় চক্রবর্ত্তী।
লগ্নজিতার মামাবাড়ি বাঁকুড়ার সোনামুখী-র মনোহরতলার খ্যাতনামা চট্টোপাধ্যায় পরিবারে। প্রবাদপ্রতিম গায়িকা কণিকা বন্দ্যোপাধ্যায় তার আত্মীয়।
লগ্নজিতা চক্রবর্তী একজন তরুণী বাঙালি প্লেব্যাক সঙ্গীতশিল্পী। চলচ্চিত্র চতুষ্কোণ-এর ‘‘বসন্ত এসে গেছে’’(মহিলা সংস্করণ) নামে একটি গানের মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন।তিনি কলকাতা শহরে কলকাতা পাঠ ভবন, পরে সেন্ট জেভিয়ের্স কলেজ-এর ছাত্রী ছিলেন।
Lyrics :Ritam Sen
Singer:Lagnajita Chakraborty
তোমার চোখের শীতল পাটি লিরিক্স [ Tomar chokhe shitol pati lyrics ] | cheeni | Lagnajita Chakraborty | 2020
তোমার চোখের শীতল পাটি’ লিরিক্স বাংলা :
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই।
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই,
শীতের রাতে যায়না বোঝা
মনের বালিশ পশম মোজা,
শীতের রাতে যায়না বোঝা
মনের বালিশ পশম মোজা,
হারিয়ে গেল কই?
হারিয়ে গেল কই?
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই।
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই।
তোমার কাছে রইল রাখা
অনেকদিনের জমতে থাকা
মনের কথার সাধ,
আজকে জোটে তোমায় যদি
একটা গোটা গঙ্গানদী
করবো অনুবাদ।
তোমার কাছে রইল রাখা
অনেকদিনের জমতে থাকা
মনের কথার সাধ,
আজকে জোটে তোমায় যদি
একটা গোটা গঙ্গানদী
করবো অনুবাদ।
অন্ধকারে যায়না দেখা
তোমার চুলের গন্ধ মাখা,
অন্ধকারে যায়না দেখা
তোমার চুলের গন্ধ মাখা,
স্বপ্নে ফোঁটে জুঁই,
স্বপ্নে ফোঁটে জুঁই.
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই,
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই,
শীতের রাতে যায়না বোঝা
মনের বালিশ পশম মোজা,
শীতের রাতে যায়না বোঝা
মনের বালিশ পশম মোজা,
হারিয়ে গেল কই?
হারিয়ে গেল কই?
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই।
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই।
Tomar chokhe shitol pati lyrics in english :
Tomar chokher shitolpati
Dao bichhiye soy
Tomar chokher shitolpati
Dao bichhiye soy
Sheet er raate jaina bojha
Moner balish poshomo moja
Sheet er raate jaina bojha
Moner balish poshomo moja
Hariye gelo koi
Hariye gelo koi
Tomar chokher shitolpati
Dao bichhiye soy
Tomar kachhe roilo rakha
Onekdiner jomte thaka
Moner kawthar sath
Aajke jote tomay jodi
Ekta gota Ganga nodi
Korbo onubaad
Ondhokare jaina dekha
Tomar chuler gondho makha
Ondhokare jaina dekha
Tomar chuler gondho makha
Swopne fotey jui
Swopne fotey jui
Tomar chokher shitolpati
Dao bichhiye soy
Tomar chokher shitolpati
Dao bichhiye soy
Sheet er raate jaina bojha
Moner balish poshomo moja
Sheet er raate jaina bojha
Moner balish poshomo moja
Hariye gelo koi
Hariye gelo koi
Tomar chokher shitolpati
Dao bichhiye soy
Tomar chokher shitolpati
Dao bichhiye soy