তোমার প্রেমে লিরিক্স [ Tomar Preme Lyrics ]
মনির খান & কনক চাঁপা । Monir Khan & Kanak Chapa
মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে তোমার কোন দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন।
সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন। তিনি ৩ বার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) অর্জন করেন, বিজয়ী চলচ্চিত্রের নাম যথাক্রমে: প্রেমের তাজমহল (২০০১), লাল দরিয়া (২০০২) ও দুই নয়নের আলো (২০০৫)।
তোমার প্রেমে লিরিক্স [ Tomar Preme Lyrics ] । মনির খান & কনক চাঁপা । Monir Khan & Kanak Chapa
তোমার প্রেমে পরেছি আমি
দোষ হলে ক্ষমা করে দিও।
তোমার প্রেমে পরেছি আমি
দোষ হলে ক্ষমা করে দিও।
যদি নিরদোষ হই তবে ভালবেসে
আমার হৃদয় ভরে দিও
তোমার প্রেমে পরেছি আমি
দোষ হলে ক্ষমা করে দিও।
প্রতিটি মানুষ ভালবাসা চায়
এ তো কোন অপরাধ নয়।
——————–
প্রতিটি মানুষ ভালবাসা চায়
এ তো কোন অপরাধ নয়।
জীবন ও আছে ভালবাসা নাই
মরে যাবো তাও ভাল হয়।
যদি নিরদোষ হই তবে ভালবেসে
আমায় আপন করে নিও।
তোমার প্রেমে পরেছি আমি
দোষ হলে ক্ষমা করে দিও।
যদি নিরদোষ হই তবে ভালবেসে
আমার হৃদয় ভরে দিও
তোমার প্রেমে পরেছি আমি
দোষ হলে ক্ষমা করে দিও।
সকালের ফুল বিকেলে ঝড়ে
মানুষের জীবন ও যে তাই।
——————–
সকালের ফুল বিকেলে ঝড়ে
মানুষের জীবন ও যে তাই।
পলকে জিবন ফুরিয়ে যাবে
কাছে এসো এক হয়ে যাই।
যদি নিরদোষ হই তবে ভালবেসে
আমার দু হাত ভরে নিও।
তোমার প্রেমে পরেছি আমি
দোষ হলে ক্ষমা করে দিও।
যদি নিরদোষ হই তবে ভালবেসে
আমার হৃদয় ভরে দিও
তোমার প্রেমে পরেছি আমি
দোষ হলে ক্ষমা করে দিও।
তোমার প্রেমে লিরিক্স [ Tomar Preme Lyrics ] । মনির খান & কনক চাঁপা । Monir Khan & Kanak Chapa
কনকচাঁপা (জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৬৯) বাংলাদেশেরচলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম।
চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের প্রায় প্রতিটি গানেই কনক চাঁপা কণ্ঠ দিয়েছেন।তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়।
একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে।তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন।একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
আরও দেখুনঃ
- রিমঝিম এ ধারাতে লিরিক্স [ Rimjhim E Dharate Song Lyrics ] । শান । Shaan । Jeet Gannguli
- পড়েনা চোখের পলক লিরিক্স [ Porena Chokher Polok Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore