তোমার বাড়ির রঙের মেলায় লিরিক্স [ Tomar barir ronger melay lyrics ]
Sanjeeb Choudhury । Bappa Mazumder
Song: Bioscope
সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর, ১৯৬৪ – ১৯ নভেম্বর, ২০০৭) ছিলেন একজন বাংলাদেশি সংগীতশিল্পী ও সাংবাদিক। তিনি বাংলা ব্যান্ডদল দলছুটের প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রধান সদস্য ছিলেন। সঞ্জীব দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুরারোপও করেছেন।
শুভাশিস মজুমদার বাপ্পা (যিনি বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং চলাফেরার কারণে তিনি বাপ্পা দা নামে পরিচিত। তিনি মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। তার ব্যান্ড, দলছুট।
শুভাশিস মজুমদার বাপ্পা (যিনি বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং চলাফেরার কারণে তিনি বাপ্পা দা নামে পরিচিত।
তিনি মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। তার ব্যান্ড, দলছুট। তিনি ব্যান্ড এবং নিজের জন্যই গান লেখার পাশাপাশি তিনি অন্যান্য শিল্পীদের জন্যেও গান লিখেছেন।
সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের আরেকজন বিখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর সাথে একটি গানের এলবাম রেকর্ড এবং পরিবেশন করেছেন, যা বাংলাদেশের পূর্বের সকল রেকর্ড ভেঙেছে। তিনি চ্যানেল ওয়ানে টেলিভিশন অনুষ্ঠান দ্য ওয়ান, অ্যা মিউজিকাল টক শো-এর উপস্থাপনা করেছেন।
পরবর্তীকালে ২০১০ সালে এই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। তার একক এলবাম, সূর্যস্নানে চল ২০০৮ সালে বের হয়। সপ্তম একক এলবাম, দিন বাড়ি যায়, প্রকাশিত হয় ২০০৫ সালের ফেব্রুয়ারিতে।
এক মুঠো গান ২, বের হয় ২০১০ সালের ফেব্রুয়ারিতে। ২০১৪ সালের ১৬ জুলাই প্রকাশিত হয় তার দশম একক অ্যালবাম জানি না কোন মন্তরে।
তোমার বাড়ির রঙের মেলায় লিরিক্স [ Tomar barir ronger melay lyrics ]। Sanjeeb Choudhury । Bappa Mazumder
তোমার বাড়ির রঙের মেলায় লিরিক্স
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না।
ডাইনে তোমার চাচার বাড়ি
বাঁয়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না,
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না।।
অন্তরে থাক পদ্ম গোলাপ
গদ্যে পদ্যে আঁকছি মুখ,
ঘুরতেছিলাম রঙের মেলায়
অপূর্ব সেই তোমার চোখ,
অমন পলক ফেলতে তো কেউ পারে না,
অমন পলক ফেলতে তো কেউ পারে না।
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না।।
হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরত চাইনি কোনদিন,
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ,
মন হারালেও মনের মনের মানুষ হারে না,
মন হারালেও মনের মনের মানুষ হারে না।
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়েনা,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়েনা।
ডাইনে তোমার চাচার বাড়ি
বাঁয়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না,
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না।।
Tomar barir ronger melay lyrics
Tomar barir ronger melay
Dekhechilam bayoscope
Bayoscoper nesha amar chare na
Bayoscoper nesha amar chare na
Daine tomar chachar bari
Bayer dike pukur ghat
Shei bhabonay boyosh amar bare na
Shei bhabonay boyosh amar bare na
Ontore thak poddo golap
Godde podde achi bud
Urtechilam ronger melay
Opurbo shei tomar chokh
Omon polok felte to keu pare na
Omon polok felte to keu pare na
Dekhechilam bayoscope
Bayoscoper nesha amar chare na
Bayoscoper nesha amar chare na
Hotath tomay mon diyechi
Ferot chaini kono din
Mon ki tomar haater natai
Tomar kache amar rin
Mon harale’o moner manush hare na
Mon harale’o moner manush hare na
Tomar barir ronger melay
Dekhechilam bayoscope
Bayoscoper nesha amar chare na
Bayoscoper nesha amar chare na
Daine tomar chachar bari
Bayer dike pukur ghat
Shei bhabonay boyosh amar bare na
Shei bhabonay boyosh amar bare na
আরও দেখুনঃ
জানি দেখা হবে লিরিক্স-শ্রেয়া ঘোষাল-[Jani Dekha Hobe Lyrics-Shreya Ghoshal]