![তোমার হিয়ারও মাঝারে [ Tomar Hiyaro Majhare ] 1 তোমার হিয়ারও মাঝারে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_225,h_225/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-98.jpg)
“তোমার হিয়ার মাঝারে” গানটি বাংলার খুবই জনপ্রিয় একটি গান। গানটি গেয়েছেন নিশিতা বড়ুয়া । এবং গানটি লিখেছেন এবং সুর করেছেন জাহাঙ্গীর রানা ।
তোমার হিয়ারও মাঝারে [ Tomar Hiyaro Majhare ]
গীতিকারঃ জাহাঙ্গীর রানা
সুরকারঃ জাহাঙ্গীর রানা
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ নিশিতা বড়ুয়া
তোমার হিয়ারও মাঝারে [ Tomar Hiyaro Majhare ]
পাখি বড় সেয়ানা প্রেম ছাড়া সে বোঝে না
![তোমার হিয়ারও মাঝারে [ Tomar Hiyaro Majhare ] 2 তোমার হিয়ারও মাঝারে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_167,h_301/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-99.jpg)
নিশিতা বড়ুয়াঃ
![তোমার হিয়ারও মাঝারে [ Tomar Hiyaro Majhare ] 3 তোমার হিয়ারও মাঝারে](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_212,h_237/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/images-17.jpg)
তোমার হিয়ারও মাঝারে গানের গায়িকা নিশিতা বড়ুয়া হলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় রানারআপ হন। নিশিতা বড়ুয়া ১৫ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন তবে তিনি মূলত চট্টগ্রামের বাসিন্দা। তার বাবা শাক্পোদ বড়ুয়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষক ছিলেন এবং মা শুচোন্দ বড়ুয়া একজন গৃহকর্মী। অল্প বয়সেই তিনি সংগীত সম্পর্কে আগ্রহী ছিলেন এবং পরিবার থেকে সংগীত শিখতেন। তিনি কুমিল্লার শ্রাবনি হালদারের কাছ থেকে শিক্ষা নোয়ার পরে চট্টগ্রামে ওস্তাদ মিহির আলীর থেকে দীর্ঘ সময় গান শিখেছিলেন ।
নিশিতা ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীত অঙ্গনে এআসেন । তিনি দেশের তরুণ প্রজন্মের একজন খুব জনপ্রিয় সংগীতশিল্পী। তার আলাদা স্পর্শের সুরটি খুব সহজেই সব শ্রেণীর শ্রোতা হৃদয় জয় করে নিয়েছেন।
আরও দেখুনঃ