তোরা দেখে যা লিরিক্স [ Tora Dekhe Ja lyrics ]
নজরুলগীতি
মোহাম্মদ রফি । mohammed rafi
মোহাম্মদ রফি ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী। একসময় তিনি সমগ্র উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন।
তিনি সঙ্গীত ভুবনে সুদীর্ঘ চার দশক সময়কাল অতিবাহিত করেন। সঙ্গীত কলায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং ৬-বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
এছাড়াও, ১৯৬৭ সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মানেও অভিষিক্ত হয়েছেন তিনি।
তোরা দেখে যা লিরিক্স [ Tora Dekhe Ja lyrics ] । নজরুলগীতি । মোহাম্মদ রফি । mohammed rafi
তোরা দেখে যা লিরিক্স
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
কূল মাখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ
কলেমা শাহাদাতের বানী ঠোঁটে, কে এলো ঐ
খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ
আকাশ, গ্রহ, তারা পড়ে লুটে, কে এলো ঐ
পড়ে দরুদ ফেরেশতা, বেহেশতে সব দুয়ার খোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
মানুষে মানুষের অধিকার দিলো যে জন
এক আল্লাহ ছাড়া প্রভু নাই, ” কহিলো যে জন
মানুষের লাগি চির-দীন বেশ নিলো যে জন
বাদশা ফকিরে এক শামিল করিলো যে জন
এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি
এলো ধরায় ধরা দিতে সেই সে নবী
ব্যথিত মানবের ধ্যানের ছবি
আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি-কলরোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
Tora Dekhe Ja lyrics
Tora dekhe ja amina mayer kole
Tora dekhe ja amina mayer kole
Modhu purnimaroi setha chad dole
Jeno ushar kole ranga robi dole
Tora dekhe ja amina mayer kole
Tora dekhe ja amina mayer kole
Kul makhluke aji dhoni othe, Ke elo oi
Kalema shahadater bani thote, Ke elo oi
Khodar joti peshanite fote, Ke elo oi
Akash groho tara pore lute, Ke elo oi
Pore dorud fereshta, Beheshte sob duyar khole
Tora dekhe ja amina mayer kole
Tora dekhe ja amina mayer kole
Manushe manusher odhikar dilo je jon
Ek allah chara provu nai kohilo je jon
Manusher lagi chiro din besh nilo je jon
Badsha fokire ek shamil korilo je jon
Elo dhoray dhora dite sei se nobi
Bethito manober dhener chobi
Elo dhoray dhora dite sei se nobi
Bethito manober dhener chobi
Aaj matilo bissho nikhil mukti kolorole
Tora dekhe ja amina mayer kole
Tora dekhe ja amina mayer kole
Modhu purnimaroi setha chad dole
Jeno ushar kole ranga robi dole
Tora dekhe ja amina mayer kole
Tora dekhe ja amina mayer kole
তোরা দেখে যা লিরিক্স [ Tora Dekhe Ja lyrics ] । নজরুলগীতি । মোহাম্মদ রফি । mohammed rafi
আরও দেখুনঃ
পড়েনা চোখের পলক লিরিক্স [ Porena Chokher Polok Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore