Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

তোরে বানাইয়া রাই [ Tore banaiya rai ]

তোরে বানাইয়া রাই Tore banaiya rai
দেলোয়ার আরজুদা শরফ

“তোরে বানাইয়া রাই” গানটি খুবই জনপ্রিয় একটি গান । গানটি গেয়েছেন পৌসালী ব্যানার্জী এবং গানটি সুর করেছেন দেলোয়ার আরজুদা শরফ 

 

 

তোরে বানাইয়া রাই [ Tore banaiya rai ] 

সুরকারঃ দেলোয়ার আরজুদা শরফ

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ পৌসালী ব্যানার্জী

তোরে বানাইয়া রাই [ Tore banaiya rai ]

তোরে-বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান…
তোরে-বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান…
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
হায়রে করব আমি তার প্রমান
হায়রে করব আমি তার প্রমান
তোরে-বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান..
ওরে..বানাইব তোরে আমি
ফুলের কুলো বালা…
বুঝাইব কারে বলে..
প্রেম বিচ্ছেদের জ্বালা…
ওরে ..বানাইব তোরে আমি
ফুলের কুলো বালা …

বুঝাইব কারে বলে

পৌসালী ব্যানার্জী
প্রেম বিচ্ছেদের জ্বালা…
ওরে..কেমন করে ঘরে রবি রে..
ওরে..কেমন করে ঘরে রবি রে..
হায়রে কেমনে রাখবি কুলমান
হায়রে কেমনে রাখবি কুলমান
তোরে-বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান..

 

ওরে..যমুনারই কূলে যখন
বসে কদমতলে…
বাজাইব বাঁশের বাঁশি
রাধা রাধা বলে…
ওরে…যমুনারই কূলে যখন
বসে কদমতলে …
বাজাইবো বাঁশের বাঁশি
রাধা রাধা বলে…
হায়রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
হায়রে বুঝবি তখন প্রেম জ্বালাতন রে
হায়রে কতই কঠিন বিষের বাণ
হায়রে কতই কঠিন বিষের বাণ
তোরে-বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
ওরে প্রেম কলঙ্কের জালা কত রে
হায়রে করব আমি তার প্রমান
হায়রে করব আমি তার প্রমান
তোরে-বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান
তোরে-বানাইয়া রাই বিনোদিনী
আমি হব কালাচান…

দেলোয়ার আরজুদা শরফঃ

দেলোয়ার আরজুদা শরফ

দেলোয়ার আরজুদা শরফ এর গান গাওয়া সুরু স্কুল জীবন থেকেই । তিনি সেই সময় প্রচুর গান শুনতেন । তার পড়াশুনার পাশাপাশি গানের প্রতি আগ্রহ বাড়তে থাকে । বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করার পরে তিনি গানের জগতে প্রবেশ করে । গান তার শখ থেকে পেশায় পরিণিত হলো ।

তার গান প্রথম ১৯৯৮ সালে রের্কড করা হয় । সেই থেকে তিনি আজও গান লিখে যাচ্ছেন । তার ১৬ বছরের গানের জীবনে ৪ হাজারের উপরে গান লিখেছেন ।

পৌসালী ব্যানার্জীঃ

পৌসালী ব্যানার্জী

তোরে বানাইয়া রাই গানের গায়িকা পৌসালি ব্যানার্জী শান্তিনিকেতনের একজন জনপ্রিয় লোক গায়ক। তিনি একজন সামাজিক মিডিয়া প্রভাবশালীও। তিনি 02 ফেব্রুয়ারি 1989 সালে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং এখন 2021 সালে, তার বয়স 32 বছর। তিনি জাতীয়তা অনুসারে একজন ভারতীয়।

পৌষালীর পুরো নাম পৌসালী ব্যানার্জী এবং লোকেরা তাকে পৌসালী বলে ডাকে।

আরও দেখুনঃ

Exit mobile version