![তোরে বানাইয়া রাই [ Tore banaiya rai ] 1 তোরে বানাইয়া রাই Tore banaiya rai](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/03/prothomalo_import_media_2016_06_25_41b2472bc374ef69b29e12b4196c349b-Deloer-Arjuda-Saraf-1-201x300.jpg)
“তোরে বানাইয়া রাই” গানটি খুবই জনপ্রিয় একটি গান । গানটি গেয়েছেন পৌসালী ব্যানার্জী এবং গানটি সুর করেছেন দেলোয়ার আরজুদা শরফ ।
তোরে বানাইয়া রাই [ Tore banaiya rai ]
সুরকারঃ দেলোয়ার আরজুদা শরফ
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ পৌসালী ব্যানার্জী
তোরে বানাইয়া রাই [ Tore banaiya rai ]
বুঝাইব কারে বলে
দেলোয়ার আরজুদা শরফঃ
দেলোয়ার আরজুদা শরফ এর গান গাওয়া সুরু স্কুল জীবন থেকেই । তিনি সেই সময় প্রচুর গান শুনতেন । তার পড়াশুনার পাশাপাশি গানের প্রতি আগ্রহ বাড়তে থাকে । বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করার পরে তিনি গানের জগতে প্রবেশ করে । গান তার শখ থেকে পেশায় পরিণিত হলো ।
তার গান প্রথম ১৯৯৮ সালে রের্কড করা হয় । সেই থেকে তিনি আজও গান লিখে যাচ্ছেন । তার ১৬ বছরের গানের জীবনে ৪ হাজারের উপরে গান লিখেছেন ।
পৌসালী ব্যানার্জীঃ
তোরে বানাইয়া রাই গানের গায়িকা পৌসালি ব্যানার্জী শান্তিনিকেতনের একজন জনপ্রিয় লোক গায়ক। তিনি একজন সামাজিক মিডিয়া প্রভাবশালীও। তিনি 02 ফেব্রুয়ারি 1989 সালে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং এখন 2021 সালে, তার বয়স 32 বছর। তিনি জাতীয়তা অনুসারে একজন ভারতীয়।
পৌষালীর পুরো নাম পৌসালী ব্যানার্জী এবং লোকেরা তাকে পৌসালী বলে ডাকে।
আরও দেখুনঃ