![দরি দিয়া কষা কইরা [ Dori Dia Kosha Koira ] 1 দরি দিয়া কষা কইরা](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/unnamed-2-1-300x300.jpg)
“দরি দিয়া কষা কইরা” গানটি বাংলার একটি ফোক গান বা লোকসংগীত । যা গেয়েছেন সংগীতশিল্পী গামছা পলাশ ।
দরি দিয়া কষা কইরা [ Dori Dia Kosha Koira ]
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ গামছা পলাশ
দরি দিয়া কষা কইরা [ Dori Dia Kosha Koira ]
দড়ি দিয়া কষা কইরা
বাঁধলাম পঙ্কির পায়,
পঙ্কি যায় উইড়া যায়।
ভ্রমর হইয়া কাজল দিলাম
আলতা দিলাম পায়,
পঙ্কি যায় উইড়া যায়।।
মাটিরও কলসি হইয়া
ভাসলাম যমুনায়,
পঙ্কি যায় উইড়া যায়।।
চান্দেরও জোছনা দিলাম
অলংকার বানায়,
পঙ্কি যায় উইড়া যায়।।
এতো ভালোবাসলাম যারে
বন্ধু দেয় বিদায়,
বন্ধু যায় চইলা যায়।।
মাঝি হইয়া উজান বাইলাম
বন্ধু যদি চায়,
বন্ধু যায় চইলা যায়।।
লোকসংগীতঃ
দরি দিয়া কষা কইরা একটি লোকসংগীত,সাধারণত কোন একটি অঞ্চলের নিজস্ব ঢঙে, সুর ও সঙ্গীত ব্যবহার করে, সে অঞ্চলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করে এবং গানের কথায় সে অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি ফুটিয়ে তোলার মাধ্যমে ফোক গানের সৃষ্টি করা হয়। তবে বহুকাল ধরে এসব ফোক গান মানুষের মুখে মুখে চলে আসছে বলে এসব গানের কথা, সুর ও সঙ্গীতে বিভিন্নরকম পরিবর্তন ঘটতে দেখা যায়।
একটি দেশ তার সংস্কৃতির মধ্য দিয়ে তোলে ধরে নিজেকে। তেমনি আমাদের দেশেও রয়েছে নানা ধরনের সংস্কৃতি। একটি সংস্কৃতির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তার দেশের গান। একেক ঘরানার গান গেয়ে শিল্পীরা নিজে দেশের কৃষ্টি এবং ঐতিহ্য তুলে ধরতে পারেন খুব সহজেই। কোনো একটি দেশ, জাতি বা অঞ্চলের ঐতিহ্যবাহী সংগীতকে ফোক সংগীত বলা হয়ে থাকে। অনেকে ফোক গানকে ওয়ার্ল্ড মিউজিকও বলে থাকেন।
বর্তমান সময়ে লালন ব্যান্ড, জলের গান, অর্ণবসহ অনেক শিল্পী রয়েছেন যারা ফোক ফিউশন গান করে থাকেন। এ ছাড়া আমেরিকায় বব ডিলান, বব গিবসন, জন ডেনভারের মতো শিল্পীরা ফোক গানের জন্য বিখ্যাত। এত সব আয়োজনের মধ্যেও কোথায় যেন অসঙ্গতি রয়ে গেছে। কেননা অনেকেই মনে করেন ফোক গান আগের মতো জনপ্রিয়তা পাচ্ছে না। যেসব গান হচ্ছে তা মাটি ও মানুষের কাছে যাচ্ছে না।
আরও দেখুনঃ