দিন কি রাতে সাজ প্রভাতে [ Din Ki Rate Saj Provate ]
দিন কি রাতে সাজ প্রভাতে [ Din Ki Rate Saj Provate ] লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ] প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ] কাভারঃ প্রিন্স খালিদ হাসান [ Prince Khalid Hasan ]
দিন কি রাতে সাজ প্রভাতে
দিন কি রাতে..
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো
তুমি ছাড়া আর জীবনে আমার
কিছু চাওয়ার নেই তো
জীবন বল……..
জীবন বল মরণ বল
তুমি আমার সেই তো
দিন কি রাতে….
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো
তুমি ছাড়া আর জীবনে আমার
কিছু চাওয়ার নেই তো
জীবন বল……..
জীবন বল মরণ বল
তুমি আমার সেই তো
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো
তুমি ছাড়া আর জীবনে আমার
কিছু চাওয়ার নেই তো
সামনে রেখিও দুচোখে দেখিও
এক পলকের আড়াল হলে,
কাটে না যে ক্ষণ
কাটে না যে ক্ষণ
ও কাছে না এলে গো
বুকে না পেলে গো
হৃদয় আমার কেঁদে মরে,
ভরে না তো মন
ভরে না তো মন
তোমারই মাঝে…….
তোমারই মাঝে হারিয়ে খুঁজি
নতুন আমাকেই তো..
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো
তুমি ছাড়া আর জীবনে আমার
কিছু চাওয়ার নেই তো
লজ্জা কী আবার
তুমি তো আমার
বুকের ভিতর রাখা
ওগো সুখের অলঙ্কার
সুখের অলঙ্কার
ও তোমাকে চেয়েছি
তোমাকে পেয়েছি
এর চেয়ে বড় আছে কি আর
আমার অহংকার
আমার অহংকার
সারাটি জীবন….
সারাটি জীবন কেঁটে যাবে
স্বপ্ন সাজাতেই তো
দিন কি রাতে..
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো
তুমি ছাড়া আর জীবনে আমার
কিছু চাওয়ার নেই তো
জীবন বল……..
জীবন বল মরণ বল
তুমি আমার সেই তো
দিন কি রাতে….
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো
তুমি ছাড়া আর জীবনে আমার
কিছু চাওয়ার নেই তো
জীবন বল……..
জীবন বল মরণ বল
তুমি আমার সেই তো
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো
তুমি ছাড়া আর জীবনে আমার
কিছু চাওয়ার নেই তো
গুগল নিউজে আমাদের ফলো করুন
মিতালী মুখার্জী :
মিতালী মুখার্জী একজন ভারতীয় শাস্ত্রীয় এবং নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি মূলত বাংলাদেশের ময়মনসিংহ থেকে এসেছেন। তিনি ১৯৮২ সালে দুই পয়সার আলতা চলচ্চিত্রে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই গানে সঙ্গীত পরিবেশনার জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
তিনি ১৯৮২ সাল থেকে গজল গায়ক ভূপিন্দর সিং-এর সাথে বিবাহিত জীবন অতিবাহিত করেছেন। ২০২২ সালের ১৮ জুলাই ভূপিন্দর সিং মৃত্যবরণ করেন। তিনি ১৯৮২ সালে “দুই পয়সার আলতা” সিনেমার “এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই” গানের জন্য শ্রেষ্ঠ নারী কন্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মুখার্জী ৯ অক্টোবর, ২০১৫ তারিখে সিটি ব্যাংক কর্তৃক প্রদত্ত গানে গানে গুণীজন সংবর্ধনা পেয়েছেন।
দিন কি রাতে সাজ প্রভাতে [ Din Ki Rate Saj Provate ] নিয়ে কভার ঃ