দিন দুনিয়ার মালিক খোদা লিরিক্স | Din duniyar malik khoda lyrics | পবন দাস বাউল | 1997
পবন দাস বাউল ভারতের একজন উল্লেখযোগ্য বাউল শিল্পী। তিনি বাদ্যযন্ত্র হিসেবে একতারা ও ডুবকি বাজিয়ে থাকেন।তিনি ঐতিহ্যবাহী বাউল সঙ্গীতের একজন অগ্রগামী গায়ক যিনি আন্তর্জাতিক অঙ্গনে বাউল গানকে পরিচিত করেছেন ও প্রতিষ্ঠা করেছেন নতুন এক ধারার সংগীত ফোক ফিউশন।
পবন দাস বাউল ভারতে ১৯৬১ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি ছোট্ট গ্রাম মুহাম্মদপুরে জন্ম গ্রহণ করেন। তার সঙ্গীতের প্রতি প্রাথমিক অনুপ্রেরণা ছিল তার বাবা ও উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে থাকা বাউলের দল।
১৯৮২ সালে ফ্রান্সের প্যারিসে এক কনসার্টে পবন দাস বাউল মিমলুর সাথে পরিচিত হন যিনি ঐ কনসার্টের একজন দর্শনার্থী ছিলেন।পরে তারা বিয়ে করেন ও প্যারিসে বসবাস করতে থাকেন।মিমলু তাকে বাংলা ছাড়াও হিন্দি, ইংলিশ,ফ্রেঞ্চ পড়তে শিখিয়েছেন।
শিরোনামঃ তোমার দিল কি দয়া হয় না।
কথা ও সুরঃ পাবন দাশ ও শ্যাম মিলস।
এলবামঃ রিয়েল সুগার।
প্রকাশ সালঃ ১৯৯৭
দিন দুনিয়ার মালিক খোদা লিরিক্স | Din duniyar malik khoda lyrics | পবন দাস বাউল
দিন দুনিয়ার মালিক খোদা লিরিক্স বাংলা :
দিন দুনিয়ার মালিক খোদা
দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
দিন দুনিয়ার মালিক খোদা
দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
সব দিয়ে যার সব কেঁড়ে নাও
সব দিয়ে যার সব কেঁড়ে নাও
তার তো প্রাণে শয় না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
দিন দুনিয়ার মালিক খোদা
দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
কাঁটার আঘাত দাওগো যার তার
কাঁটার আঘাত দাওগো যার তার
ফুলের আঘাত শয় না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
দিন দুনিয়ার মালিক খোদা
দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
সব পথে যার কাঁটায় ঘেরা
কোনবা পথে চলবে
আহা কোনবা পথে চলবে
যে বুকে তার ব্যাথায় ভরা
কোনবা মুখে বলবে
আহা কোনবা মুখে বলবে
আহা কোনবা মুখে বলবে
দিন দুনিয়ার মালিক খোদা
দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
তোমার দিলে কি দয়া হয়না
Din duniyar malik khoda lyrics in english :