দিলোনা দিলোনা নিলো মন দিলোনা , এটি একটি ফোক সঙ্গিত। দিলানা দিলানা লিরিক্স খুঁজে পেতে এই পোস্ট। এই গানটি লিখেছেন গীতিকার শাহ আলম সরকার। শাহ আলম সরকার গ্রাম-গঞ্জ শহর নির্বিশেষে বাউল শিল্পী হিসেবে একজন জীবন্ত কিংবদন্তী। শাহ আলম সরকারের জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৬৫ ইং, বিক্রমপুরের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের এক সম্ভান্ত ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে। নানাবাড়ী হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রাথমিক শিক্ষা সমাপনীর পূর্বে জীবন যুদ্ধে জড়িয়ে পড়েন পারিবারিক প্রয়োজনে। ঢাকার সদরঘাটে ফুটপাতে গার্মেন্টস এক্সসরিজের ব্যবসা শুরু করেন।ইষ্টবেঙ্গল স্কুলে নাইট শিফটে ভর্তি হওয়ার পরে ও জীবন যুদ্ধের অনিবার্য কারণে লেখাপড়া আর হয়ে উঠেনি।
দিলোনা দিলোনা নিলো মন দিলোনা | Dilana dilana lyrics | Folk song
দিলানা দিলানা লিরিক্স
দিলোনা দিলোনা নিলো মন দিলোনা
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না
আমি যারে বাসি ভালো
কাজলের চেয়েও কালো
হয় না যে তার তুলনা
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না
দিলোনা দিলোনা নিলো মন দিলোনা
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না
চুল কালো আঁখি কালো কাজল কালো আরো
কাজলের চেয়ে কালোকি আছে বলো
চুল কালো আঁখি কালো কাজল কালো আরো
কাজলের চেয়ে কালোকি আছে বলো
আমি যারে বাসি ভালো
কাজলের চেয়েও কালো
হয়না যে তার তুলনা
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না
বক সাদা দুধ সাদা সাদা কাশফুল
কাশফুলের চেয়ে সাদা বলোতো কোন ফুল
আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা
কাশফুলের চেয়েও সাদা
আমার ভাগ্যে হলো না
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
বৃক্ষ সবুজ তৃন সবুজ সবুজ টিয়া পাখি
টিয়া পাখির চেয়ে সবুজ কি আছে কও দেখি
আমি যারে ভালো বাসি
টিয়ার চেয়েও সবুজ বেশ বন্ধু রঙের বাসনা
দিলোনা দিলোনা নিলো মন দিলোনা
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না
রক্ত রাঙ্গা গোলাপ রাঙা রাঙ্গা পায়ের আলতা
আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা
রক্ত রাঙ্গা গোলাপ রাঙা রাঙ্গা পায়ের আলতা
আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা
শাহ আলম সরকার কয়
আলতার চেয়েও রাঙা হয়
সোনা বন্ধুর ঠোঁট খানা
দিলোনা দিলোনা নিলো মন দিলোনা
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না
আমি যারে বাসি ভালো
কাজলের চেয়েও কালো
হয় না যে তার তুলনা
দিলোনা দিলোনা নিলো মন দিলোনা
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
dilana dilana lyrics in english
Bok sada dudh sada sada kashful
Kashfuler cheye sada boloto kon ful
Amar bondhur premer fuler daga
Kashfuler cheyeu sada
Amar vagge holona
Eto je nithur bondhu jana chilo nago
Brikkho sobuj trino sobuj sobuj tiya pakhi
Tiya pakhir cheye sobuj ki ache kou dekhi
Ami jare valobashi tiyar cheyeu sobuj beshi
Dilona dilona nilo mon dilona
Eto je nithur bondhu jana chilo nago
Eto je nithur bondhu jana chilo na
Rokto ranga golap ranga ranga payer alta
Altar cheye ranga ki janle boloto
Rokto ranga golap ranga ranga payer alta
Altar cheye ranga ki janle boloto
Shah Alam Sarkar koy
Altar cheyeu ranga hoy
Sona bondhur thot khana
Dilona dilona nilo mon dilona
Eto je nithur bondhu jana chilo nago
Eto je nithur bondhu jana chilo na
Ami jare bashi valo
Kajoler cheyeu kalo
Hoyna je tar tulona
Dilona dilona nilo mon dilona
Eto je nithur bondhu jana chilo nago
এর দাদা গোলাম আলী বেপারী দরবারি সংগীতের সাথে খ্যাতিমান হিসেবে সম্পৃক্ত ছিলেন, বড় কাকা গোলাম মহিউদ্দিন বেপারী যিনি অসংখ্য গানের গীতিকার ও সুরকার হিসেবে প্রশংসিত। আরেক কাকা “আমিতো মরেই যাব”খ্যাত সাধক মরমী বাউলকবি আব্দুস সাত্তার মোহন্ত যার কাছে তার সংগীত জীবনের হাতে খড়ি। ফুফাজান আব্দুল করিম মুন্সী তিনি ও দরবারী সংগীতের শিল্পী হিসেবে সুপরিচিত। শাহ্ আলম সরকার আনুষ্ঠানিক ভাবে গানের দীক্ষা নেন বিখ্যাত পালাগান শিল্পী আবুল সরকারের কাছে। তিনি প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার।তাঁর প্রকাশিত গানের ক্যাসেট ও সিডির সংখ্যা সাড়ে ছয়শত এর অধিক। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী।প্রায় শতাধিক চলচিত্রে তিনি গীতিকার হিসেবে কাজ করেছেন।তার কিছু উল্লেখযোগ্য গান হচ্ছেঃ
- ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়-মমতাজ
- মায়ের কান্দন যাবত জীবন-মমতাজ
- আকাশটা কাঁপছিল ক্যান-মমতাজ
- বান্ধিলাম পিরিতের ঘর-মমতাজ
- খরকুটার এক বাসা বাঁধলাম-মনির খান
- পাংচার হইয়া গেলে চলবেনা গাড়ী-মমতাজ
- খায়রুন লো তোর লম্বা-মমতাজ
- পাপী উম্মত কে কটিবে পার-আশিক
আমাদের পাতা ভিজিট করার জন্য আপনাদে ধন্যবাদ। নিয়মিত সব আয়োজনে যোগ দিতে আমাদের ভিজিট করুন।
রও দেখুনঃ