দুঃখ বিলাশ লিরিক্স | Dukkho bilash lyrics | Artcell | আর্টসেল

দুঃখ বিলাশ লিরিক্স | Dukkho bilash lyrics,  এই গানটি আর্টসেল ব্যান্ড এর গান।

 

দুঃখ বিলাশ লিরিক্স | Dukkho bilash lyrics | Artcell | আর্টসেল

দুঃখ বিলাশ লিরিক্স | Dukkho bilash lyrics | Artcell | আর্টসেল

দুঃখ বিলাশ লিরিক্স:

তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা?
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা?

ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে,
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে।

ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি,
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি।।

তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা?
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা?
তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা?
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা?

ভালোবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে,
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে।

ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি,
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি।।

এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা,
এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা,
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারে মিলায়,
ও যে কোথায় হারালো
ব্যথা কাকে যে শুধাই?
আ হা.. হা..

 

YaifwwriN4BzRFCyqbslL4 দুঃখ বিলাশ লিরিক্স | Dukkho bilash lyrics | Artcell | আর্টসেল
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Dukkho bilash lyrics in English:

Tomra keu ki dite paro premikar valobasha
Debe ki keu jibone ushnotar sotto asha
Bhalobashar agey nijeke niyo bajiye
Amar moner moto niyo sajiye
Ami boro oshohay onno pothe
Ekti natok-i dekhi mohakaler monche
O amay bhalobasheni
Oshim e bhalobasha o bujheni
O amay valobaseni
Otol e bhalobasha toliye dekheni
Tomara keu ki korbe amar jonno opekkha
Valobashbe shudhui amay korbe protigga

 

 

দুঃখ বিলাশ লিরিক্স | Dukkho bilash lyrics | Artcell | আর্টসেল

 

আর্টসেল:

আর্ট’সেল ১৯৯৯ সালের আগস্ট মাসে গঠিত হলেও একই বছরে অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে। সেপালচুরা, ড্রিম থিয়েটার, মেটালিকা, পিংক ফ্লয়েড ও প্যান্টেরা ব্যান্ড তাদের মূল অণুপ্রেরণা। তারা প্রাথমিক অবস্থায় আন্ডারগ্রাউন্ড কনসার্টে একদম মেটালিকাকে পুরোপুরি কাভার করত। তারা অ্যালবাম প্রকাশের আগেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। মিশ্র অ্যালবামে তাদের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।তাদের প্রথম এবং দ্বিতীয় উভয় অ্যালবামই তাদের শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। আর্ট’সেল ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী এবং ভারতে বেশ কিছু কনসার্টে অংশ নেয়।

২০০৯ সালে আর্টসেল কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা বিষয় দিনব্যাপী প্রচারণায় অংশ নেয়। তারা ২০১০ সালের ৩রা জানুয়ারি অস্ট্রেলিয়াতে কনসার্ট করে প্রবাসীদের জন্য বেলমোর স্পোর্টস গ্রাউন্ডে। ২০১০ সালের ডিসেম্বরে তারা কনসার্ট এগেইনস্ট ভায়োলেন্স টু উইম্যান-এ অংশ নেয়। প্রায় ১০ বছর পর আ’র্টসেল ২০১৬ সালে তাদের নতুন গান “অবিমৃষ্যতা” মুক্তি দেয়।

এরপরে নিজেদের মধ্যকার কিছু সমস্যার কারণে ব্যান্ডের বাকি তিন সদস্য লিড গিটারিস্ট এরশাদ জামানের সাথে কাজ করতে অস্বীকৃতি জানায়। আর এভাবেই আর্টসেলের চার সেলের মধ্যে একজনের বিদায় হয়। পরবর্তীতে ২০১৯ সালে কাজী ফয়সাল আহমেদ লিড গিটারিস্ট হিসেবে যোগদান করেন। আর্ট’সেলের তাদের তৃতীয় এলবামের একটি গান “সংশয়” ২০১৯ সালে অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত করে। এছাড়াও ‘রক ফর পিস’ প্রজেক্টের অধীনে “অভয়” নামের একটি একক মুক্তি দেয় আর্ট’সেল। ২০১৯ এর ২৪ ডিসেম্বর তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি জাঁকমকপূর্ণ সলো কনসার্টের আয়োজন করে যেখানে প্রায় ৮ হাজারেরও বেশি দর্শক উপস্থিত হয়েছিলো।

দুঃখ বিলাশ লিরিক্স | Dukkho bilash lyrics | Artcell | আর্টসেল

 

আরও দেখুনঃ

Leave a Comment