Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

দুঃস্বপ্ন লিরিক্স [ Dusshopno Lyrics ] । অড সিগন্যেচার । Odd Signature । মুনতাসির রাকিব । Moontasir Rakib

দুঃস্বপ্ন লিরিক্স [ Dusshopno Lyrics ]

অড সিগন্যেচার 

মুনতাসির রাকিব । Moontasir Rakib

 

 

দুঃস্বপ্ন লিরিক্স [ Dusshopno Lyrics ] । অড সিগন্যেচার । Odd Signature । মুনতাসির রাকিব । Moontasir Rakib

দুঃস্বপ্ন লিরিক্স

আমাদের সব স্বপ্নের রঙ
দেখো আলোয় মিশে বেড়ায়
স্বপ্নের আকাশে কালো মেঘে
সেই সূর্য হারায়

একি কোনো দুঃস্বপ্ন
আমি চিন্তায় চিন্তায় মরি
নাকি ফেলে যাওয়া সেই স্মৃতি।

আমার কি এখনো
বাজে স্বপ্নের অভ্যাস টা যাবেনা
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা

আমার কি কখনো
বাজে স্বপ্নের অভ্যাস টা যাবেনা
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা

আমাদের সেই রঙিন ছবি
আজও হাসছে তবে আমি দেখি
কেউ নেই পাশে গল্প শুনে
হাত ধরে চোখ মোছার আমার

 

 

একি কোনো দুঃস্বপ্ন
আমি চিন্তায় চিন্তায় মরি
নাকি ফেলে যাওয়া সেই স্মৃতি

আমার কি এখনো
বাজে স্বপ্নের অভ্যাস টা যাবেনা
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা

আমার কি কখনো
বাজে স্বপ্নের অভ্যাস টা যাবেনা
কভু কি এক স্বপ্নে
তুমি এসে হাতটি ধরবেনা

 

 

Dusshopno Lyrics

Amader sob swopner rong
Dekho aaloy mishe beray
Swopner akashe kalo meghe
Sei surjyo haray

Eki kono dusshopno
Ami chintay chintay mori
Naki fele jaoua sei smriti

Amar ki ekhono
Baje swopner ovyash ta jabena
Kobhu ki ek swopne
Tumi eshey haat ti dhorbe na

Amar ki kokhono
Baje swopner ovyash ta jabena
Kobhu ki ek swopne
Tumi eshey haat ti dhorbe na

Amader sei rongin chobi
Ajo hasche tobe ami dekhi
Keu nei pase golpo sune
Haat dhore mochar amar

Eki kono duswopno
Ami chintae chintae mori
Naki fele jawa sei smriti

 

 

Amar ki ekhono
Baje swopner ovyash ta jabena
Kobhu ki ek swopne
Tumi eshey haat ti dhorbe na

Amar ki kokhono
Baje swopner ovyash ta jabena
Kobhu ki ek swopne
Tumi eshey haat ti dhorbe na

 

দুঃস্বপ্ন লিরিক্স [ Dusshopno Lyrics ] । অড সিগন্যেচার । Odd Signature । মুনতাসির রাকিব । Moontasir Rakib

আরও দেখুনঃ

এ জীবনে যারে চেয়েছি লিরিক্স [ E Jibone Jare Cheyechi Lyrics ] – এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন [ Andrew Kishore & Sabina Yasmin ]

 

Exit mobile version