দুনিয়া লিরিক্স [ Duniya Lyrics ]
Aynabaji
চিরকুট । Chirkutt
চিরকুট বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড। ২০০২ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়।
২০০২ সালে এই ব্যান্ডের জন্ম। এরপর গানে সুরে বেড়ে ওঠা। জন্মের আট বছর পর অর্থাৎ ২০১০ সালে তারা তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে। এই দীর্ঘ সময় তারা নিজেকে গুছিয়ে গড়া অ্যালবামটির নাম ‘চিরকুটনামা’। অ্যালবামটির গানগুলো হচ্ছে—’খাজনা’, ‘কাটাকুটি’, ‘বন্ধু’, ‘আমি জানি না’, ‘ছোট্ট নদী’, ‘দয়াল’, ‘ফুল ফোটা গান’, ‘ঘরে ফেরা’। এগুলোর মধ্যে ‘খাজনা’ গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শুধু তাই নয়, গানটির মিউজিক ভিডিও ইউটিউব সাফল্য পেয়ছে। তাদের কাছ থেকে জানা যায়, তাদের ইউটিউব সাফল্য দেখে মিউজিক চ্যানেল এমটিভিও এই গানটি প্রচারের প্রস্তাব দিয়েছিল।[১]
দুনিয়া লিরিক্স [ Duniya Lyrics ] । আয়নাবাজি । Aynabaji । চিরকুট । Chirkutt
দুনিয়া লিরিক্স
যা দেখছ তা তা না
সব দেখা জানা না
এক দুনিয়া ফানা ফানা
আরেক দুনিয়া যাওয়া মানা
জগতে জনমে
যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে
মন ধরে শুধু বায়না
না বুঝি দুনিয়া না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই (২)
তোমার মাঝে অন্য কেউ বাজে
আয়নায় আয়নায় ভিন্ন কেউ সাজে
তারে তুমি দেখিতে চাও না
লুকোচুরিতে নিজেরে পাও না
না বুঝি দুনিয়া না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই
না বুঝি দুনিয়া না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই
দুনিয়া লিরিক্স [ Duniya Lyrics ] । আয়নাবাজি । Aynabaji । চিরকুট । Chirkutt
আয়নাবাজি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী অপরাধধর্মী থ্রিলার চলচ্চিত্র। ছবিটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও প্রযোজক কনটেন্ট ম্যাটারস লিমিটেড।
ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস। এই চলচ্চিত্রে মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা এবং পার্থ বড়ুয়া।
কারাদণ্ডপ্রাপ্ত আসামীদের বদলে ভাড়ায় জেলখাটা আয়না (চঞ্চল), তার বান্ধবী হৃদি (নাবিলা) এবং ক্রাইম রিপোর্টার সাবেরের (পার্থ) জীবনের প্রেম-আনন্দ-বেদনা নিয়ে অপরাধ জগতের ছায়ায় এগিয়েছে চলচ্চিত্রটির কাহিনী।
চলচ্চিত্রটি ২০১৬ সালের ১৭ মে কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়। পরে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়। নভেম্বর মাসের ১২ থেকে ১৫ তারিখ মানহেইম-হেইডেলবের্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ৪টি প্রদর্শনী হয়।
দর্শক-সমালোচক উভয়ের কাছেই চলচ্চিত্রটি প্রশংসিত হয়। ১৯তম মেরিল-প্রথম আলো পুরস্কারে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয় ও তিনটি বিভাগে পুরস্কার লাভ করে।
এছাড়া ছবিটি সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং ১৬তম টেলি সিনে পুরস্কারে সেরা ছবির সম্মান লাভ করে।
২০১৮ সালের ৪ এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ ঘোষণা করা হয়, এতে ৭টি পুরস্কার পায় এই চলচ্চিত্রটি।
আরও দেখুনঃ