Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

দুয়ারে আইসাছে লিরিক্স [ Duare Aishache Lyrics ] । আবু উবায়দা । Abu Ubayda

দুয়ারে আইসাছে লিরিক্স [ Duare Aishache Lyrics ]

আবু উবায়দা । Abu Ubayda

 

 

দুয়ারে আইসাছে লিরিক্স [ Duare Aishache Lyrics ] । আবু উবায়দা । Abu Ubayda

 

দুয়ারে আইসাছে পালকি
নাইয়রি যাও তুলো রে তুলো মুখে
আল্লাহ রসুল সবে বল।
দুয়ারে আইসাছে পালকি
নাইয়রি যাও তুলো রে তুলো মুখে
আল্লাহ রসুল সবে বল।
ও মুখে আল্লাহ রসুল সবে বল।
দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা
তোমারে একেলা থুইমা পালাইছে তাহারা।
দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা
তোমারে একেলা থুইমা পালাইছে তাহারা।
তোমার আট কুঠুরী নয় দরজা
বন্ধ যে ঐ হলো
রে হলো মুখে আল্লাহ রসুল সবে বল।
দুয়ারে আইসাছে পালকি
নাইয়রি যাও তুলো রে তুলো মুখে
আল্লাহ রসুল সবে বল।
দিবানিশি যে ছয়জনা দিত কুমন্ত্রনা
আজ তাহারা কোথায় গেল মাবুদ কী রে মনা।
দিবানিশি যে ছয়জনা দিত কুমন্ত্রনা
আজ তাহারা কোথায় গেল মাবুদ কী রে মনা।
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে,
দীন কী তোমার মাবুত কে বা তখন কী বলিবে।
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে,
দীন কী তোমার মাবুত কে বা তখন কী বলিবে।
ওরে আল্লাহ বীনে মাবুদ নাই রে
জবানে তাই বলও রে
বলো মুখে আল্লাহ রসুল সবে বল।
দুয়ারে আইসাছে পালকি
নাইয়রি যাও তুলো রে তুলো মুখে
আল্লাহ রসুল সবে বল।
দুয়ারে আইসাছে পালকি
নাইয়রি যাও তুলো রে তুলো মুখে
আল্লাহ রসুল সবে বল।
ও মুখে আল্লাহ রসুল সবে বল।
ও মুখে আল্লাহ রসুল সবে বল।

আরও দেখুনঃ
রিমঝিম এ ধারাতে লিরিক্স [ Rimjhim E Dharate Song Lyrics ] । শান । Shaan । Jeet Gannguli

 

 

Exit mobile version