দেখা আরিচার ঘাটে [ Dekha Arichar Ghate ]

দেখা আরিচার ঘাটে
হাসান মতিউর রহমান

“দেখা আরিচার ঘাটে” গানটি সুর করেছেন এবং লিখেছেন হাসান মতিউর রহমান। হাসান মতিউর রহমান তিনি বাংলাদেশী লোকসংগীত শিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক।

দেখা আরিচার ঘাটে [ Dekha Arichar Ghate ]

গীতিকারঃ হাসান মতিউর রহমান

সুরকারঃ হাসান মতিউর রহমান

দেখা আরিচার ঘাটে [ Dekha Arichar Ghate ]

দেখা আরিচার ঘাটে
শাহজালাল ফেরিতে
রংপুরি এক ছোকরা বন্ধুর সাথে রে
রংপুরি এক ছোকরা বন্ধুর সাথে!!!

নাইট কোচে যাইতে ছিলাম
আমি আর বাবায়
ছোকরা কেবল আমার পানে
ড্যাব ড্যাবায়া চায়
বাংলায় উনিশে আষাঢ়
হইলো সর্বনাশ আমার
মনটা বাধা পড়লো বন্ধুর পিরিতে
রংপুরি এক ছোকরা বন্ধুর সাথে!!

 

YaifwwriN4BzRFCyqbslL4 দেখা আরিচার ঘাটে [ Dekha Arichar Ghate ]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

কাছে আইসা কইলো তুমি যাইবা কতদূর
লজ্জার মাথা খাইয়া কইলাম যাইমু দিনাজপুর
জিগায় পাশের জন কেডা
কইলাম আমারি বাবায়
লজ্জায় জিহ্বা কাটলো ছোকরায় দাঁতেরে
রংপুরি এক ছোকরা বন্ধুর সাথে!!

দাড়া হইলাম দুইজন ফেরির রেলিং টা ধইরা
জানায় বন্ধু ব্যবসা করে বিয়ে পাশ কইরা
আছে লাখ লাখ টাকা
থাকে একা সে ঢাকা
তিন তলা তার বাড়ি বনানী তেরে
রংপুরি এক ছোকরা বন্ধুর সাথে!!

হাসান মতিউর রহমানঃ

দেখা আরিচার ঘাটে
হাসান মতিউর রহমান

দেখা আরিচার ঘাটে গানের গীতিকার হাসান মতিউর রহমান একজন বাংলাদেশী লোকসংগীত শিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক। হাসান মতিউর রহমান ১৯৫৮ সালের ৮ ডিসেম্বর ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্বধোয়াইর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মোহাম্মদ হাসানউদ্দীন । ১৯৭৭ সালের শেষ দিকে রূপালী ব্যাংকের চাকরি নিয়ে ঢাকায় আসেন। তার বাসা ছিল আবদুল আলীমের বাড়ির পাশেই, এই সুবাদে তার বড় ছেলে জহির আলীমের সঙ্গে হাসান মতিউর রহমানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এবং তার সঙ্গেই বিভিন্ন জায়গায় গান গাইতে যেতেন। ১৯৭৮ সালে বাংলাদেশ বেতারে তার লেখা প্রথম গান প্রচারিত হয়। বরিশালের আবদুল করীম খানের গেয়েছিলেন, ‘জ্বালায় জ্বালায় আমার অন্তর কালা, তোরা দেখরে, প্রেমের কি জ্বালা সখী দেখরে’ গানটি। অবশ্যই বেতারের তালিকাভূক্ত গীতিকার না হওয়ায় লোকগীতি বলেই গানটি প্রচারিত হয়েছিল।

আরও দেখুনঃ

Leave a Comment