দেখেছি রুপ সাগরে [Dekhechi rup sagore] | শান
দেখেছি রুপ সাগরে [Dekhechi rup sagore] | শান
গীতিকারঃ লক্ষ্মণ দাস বাউল
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ শান (শান্তনু মুখোপাধ্যায়)
দেখেছি রুপ সাগরে লিরিক্স
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (x2)
বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
সুজনের সঙ্গে হবে দেখা শুনা।
তারে আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না
আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে,
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না।
আমায় বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না
বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,
বিরলে বসে করো যোগ–সাধনা।
একবার ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না
ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
শানঃ
একজন প্রখ্যাত ভারতীয় গায়ক এবং অভিনেতা। তিনি ১৯৭২ সালের ৩০ সেপ্টেম্বর ভারতের কান্দ্বায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত হিন্দি গান করেন। তার কর্মজীবনের শুরুতে তিনি তার বোন সাগরিকার সাথে জুটি বেঁধে কিছু জনপ্রিয় গান গাইতে নলেন। পরে তিনি হিন্দি চলচ্চিত্রের জন্য প্লেব্যাক করেন এবং নিজের ব্যক্তিগত অ্যালবামও প্রকাশ করেন।
শান ৩০ সেপ্টেম্বর ১৯৭২ জন্মগ্রহণ করেন।রাম ইন্দো পপ প্লেব্যাক করতে গাওয়া শান তার বিভিন্ন হিট গানের সঙ্গে একটি দীর্ঘ পথ আসা হয়েছে। তিনি বিজ্ঞাপন ‘জিঙ্গল’ একটি গায়ক হিসেবে এবং পরে প্লেব্যাক শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন ১৯৮৯ সালের সিনেমা ‘পরিন্দা’ তে গান গেয়ে। তখন তার বয়স তখন মাত্র ১৭ বছর ছিল।তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার ২০০৭ এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ পুরুষ গায়কের পুরস্কারও পেয়েছেন।
আরও দেখুনঃ