Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

ধরছি জীবন বাজি [ Dhorchi Jibon Baji ]

ধরছি জীবন বাজি
কামরুজ্জামান রাব্বি

“ধরেছি জীবন বাজি” গানটি গেয়েছেন কামরুজ্জামান রাব্বি এবং লিখেছেন সৈয়দ দুলাল । সৈয়দ দুলাল হলেন একজন বাংলাদেশি নাট্য ব্যক্তিত্ব ও টেলিভিশন অভিনেতা। তিনি বাংলাদেশে স্টুডিও থিয়েটারের প্রবর্তন করেন।

ধরছি জীবন বাজি [ Dhorchi Jibon Baji ]

গীতিকারঃ সৈয়দ দুলাল

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কামরুজ্জামান রাব্বি।

ধরছি জীবন বাজি [ Dhorchi Jibon Baji ]

আমি মরলে শহীদ বাঁচলে গাজী গো,
আমি তোমার প্রেমে মজনু সাজি গো
আছি প্রাণটা দিতে রাজি..
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি-জীবন বাজি,
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি-জীবন বাজি।

জীবন হইলো মাওলার হাওলা হাওয়া বাজির দান,
কেউ জানে কোন বাজিতে হয় রে অবসান,
মন রে হয় রে অবসান।

আমি ঘৃণা লজ্জা ত্যাগ করেছি গো,
আমি মরণ ভয় বিয়োগ করেছি গো
সানমান আমার ত্যাজি..
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন-বাজি,
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন-বাজি।

বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইতে মানা
জাইনা শুইনা হাত বাড়াইছি ফলা ফল অজানা,
মন রে ফলা ফল অজানা।
আমি হারতে হারতে জিতেআইসি গো,
আমি মরতে মরতে বাঁচতে চাইছি গো,
তোমার দুয়ারে আজি।
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি,
তোমার প্রেমের জুয়ায় আমি ধরছি জীবন বাজি।

কামরুজ্জামান রাব্বিঃ

কামরুজ্জামান রাব্বি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী । তিনি তার লোকগান গাওয়ার জন্য বেশ জনপ্রিয় । মাছরাঙা টেলিভিশন-এর লোকসংগীতবিষয়ক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা’র দ্বিতীয় আসরে সেরা পাঁচে জায়গা করে নিয়েছিলেন রাব্বি। এরপর ‘আমিতো-ভালা না’ শিরোনামের গান দিয়ে দিয়ে আলোচনায় আসেন এ শিল্পী।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সৈয়দ দুলালঃ

সৈয়দ দুলাল

ধরছি জীবন বাজি এর লেখক সৈয়দ দুলাল একজন বাংলাদেশি নাট্য ব্যক্তিত্ব ও টেলিভিশন অভিনেতা। তিনি বাংলাদেশে স্টুডিও থিয়েটারের প্রবর্তন করেন। ২০১২ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত এ থিয়েটার তার তত্ত্বাবধানে ৮৫১টি নাটক মঞ্চস্থ করেছে। তিনি শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর এ “গুণী ময়রা” চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

আরও দেখুনঃ

Exit mobile version