ধিরে চলো নদী লিরিক্স [ Dhire cholo nodi lyrics ] | শিরিন জাওয়াদ

ধিরে চলো নদী লিরিক্স [ Dhire cholo nodi lyrics ] | শিরিন জাওয়াদ

 

ধিরে চলো নদী লিরিক্স [ Dhire cholo nodi lyrics ] | শিরিন জাওয়াদ

 

শিরিন জাওয়াদএকজন ব্রিটিশ ও বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি ফিউসন ও লোক ধরনের গান পরিবেশন করেন। তার বাবার পৈতৃক নিবাস বাংলাদেশের চট্টগ্রাম জেলায়।

শিরিন জাওয়াদ ১৯৭১ সালের শেষের দিকে পূর্ব লন্ডনে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেন। তিনি মাত্র দুই বছর বয়সে তার বাবার সাথে গান গেয়েছিলেন। তিনি শখের বশত ছোট থেকেই বলিউডে গান গাওয়া শুরু করেন। তার বাবা তাকে সঙ্গীত শেখার জন্য উৎসাহিত করেছিলেন। তিনি তার জীবনের প্রথম পারফরমেন্স করেন স্কুলে।

তার বাবা ও মায়ের কাছে ঘরের মধ্যে বাংলা লোক সঙ্গীতের অনুপ্রেরণা পান

 

শিল্পী: শিরিন জাওয়াদ
কথা: ফুয়াদ আল মুক্তাদির
সুর: শিরিন জাওয়াদ
অ্যালবাম: মাতওয়ালী

ধিরে চলো নদী লিরিক্স [ Dhire cholo nodi lyrics ] | শিরিন জাওয়াদ

 

unnamed 4 ধিরে চলো নদী লিরিক্স [ Dhire cholo nodi lyrics ] | শিরিন জাওয়াদ

 

 

ধিরে চলো নদী লিরিক্স বাংলা :

ধীরে চলো ও নদী সঙ্গে নিয়ে চলো
বন্ধু আমার একা নিরাশায়
ঝোড়ো হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝরো
দু’চোখের অশ্রু ধারায়

ধীরে চলো ও নদী সঙ্গে নিয়ে চলো
বন্ধু আমার একা নিরাশায়
ঝোড়ো হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝরো
দু’চোখের অশ্রু ধারায়

নদী নাও আমারে, সাথে নাও
আমার পানে ফিরে চাও

রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি…
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে

সারারাত জেগে থাকি তোমারই আশায়
স্বপ্নজুড়ে ডাকি তোমায় প্রেমেরই নেশায়

সারারাত জেগে থাকি তোমারই আশায়
স্বপ্নজুড়ে ডাকি তোমায় প্রেমেরই নেশায়

নদী নাও আমারে, সাথে নাও
আমার পানে ফিরে চাও

রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি…
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে

রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি…
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে

জোনাকির আলো আজ লাগে না ভালো
তুমি ছাড়া সবই বন্ধু আন্ধার কালো

জোনাকির আলো আজ লাগে না ভালো
তুমি ছাড়া সবই বন্ধু আন্ধার কালো

নদী নাও আমারে, সাথে নাও
আমার পানে ফিরে চাও

রাতে চান্দের আলো ঝরে বন্ধু
তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি…
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে

রাতে চান্দের আলো ঝরে বন্ধু তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি…
একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে

রাতে চান্দের আলো ঝরে বন্ধু তোমার ঘরে
হায় আলো যে জ্বলে না, আমি…একলা আন্ধারে
বন্ধু ভীমরতি চেনা আমি খুঁজি তোমারে
তুমি কোথায় আছো, কোথায়
দেইখা যাও আমারে

 

YaifwwriN4BzRFCyqbslL4 ধিরে চলো নদী লিরিক্স [ Dhire cholo nodi lyrics ] | শিরিন জাওয়াদ
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

Dhire cholo nodi lyrics in english :

 

Dhire cholo o nodi,
shonge niye cholo
Bondu amar eka nirashai
Joro hawa moneri
dukko hoye joro
Dhu choker osru dharai.

Nodi naaw amare shathe naaw
Amar pane firea chaaw.

Raath chander alo jhore bondu
tumaro ghore,
Hay alo je jholena ami
ekla andhare.

Bondu bibrothi je nay
ami khuji tomare,
Tumi kothai acho
kothai dhekkya jaw amare.

Shara raath jege thaki
tumari ashai
Shopno jhure dakii tumai
premeri neshai.

Nodi naaw amare shathe naaw
Amar pane fire chaaw.

Jonakir alo aaj laghena bhalo
Tumi chara shobi
bondu andharo khalo.

Nodi naaw amare shathe naaw
Amar pane firea chaaw.

 

ধিরে চলো নদী লিরিক্স [ Dhire cholo nodi lyrics ] | শিরিন জাওয়াদ

 

 

 

আরও দেখুন :

Leave a Comment